ট্র্যাক্টর প্যারেডে অশান্তি ছড়ানোয় অভিনেতা দীপ সিন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রজাতন্ত্র দিবসের দিনে কৃষকদের ট্র্যাক্টর মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে দিল্লি। গোটা ঘটনার পিছনে অভিনেতা-সমাজসেবী দীপ সিন্ধুকে দায়ী করছেন কৃষকরা। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে দিল্লি পুলিশ।
খুব শীঘ্রই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে। এমনটাই পুলিশ সূত্রের খবর। প্রজাতন্ত্র দিবসের সারা দিল্লি জুড়ে অশান্তির ঘটনায় ইতিমধ্যেই ২৫ টি অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার ঘটনার পর ১ ফেব্রুয়ারি বাজেট পেশের দিন সংসদ অভিযান বাতিল করেছেন কৃষক নেতারা।
সেদিনের ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। সমস্ত কৃষক নেতাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশের নির্দেশ অমান্য করে দিল্লির ভিতর প্রবেশ করে অশান্তি ছড়ানোর জন্য সংযুক্ত কিষাণ মোর্চার নেতা দর্শন পালকে নোটিশ পাঠিয়েছে পুলিশ। আগামী তিন দিনের মধ্যে উত্তর চেয়ে পাঠানো হয়েছে দিল্লি পুলিশের তরফে। অভিযোগ, সেদিন পুলিশের দেওয়া সমস্ত নির্দেশ ভঙ্গ করেছেন তিনি।
আরও পড়ুনঃ ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বিধানসভা, ওয়েলে নেমে বিক্ষোভ বিরোধীদের
পুলিশের তরফে জানানো হয়েছে, কৃষকদের তরফে ৫ হাজার ট্র্যাক্টর ওই দিনের মিছিলে উপস্থিত হওয়ার কথা ছিল। কথা ছিল ওই দিন কুচকাওয়াজের পরেই কথা ছিল কৃষকরা ট্র্যাক্টর র্যালি করবেন। কিন্তু সেই বিষয়ে কোনও কিছু বলা হয়নি।
পাল্টা দর্শন পাল জানিয়েছেন, সরকার একাধিকভাবে কৃষকদের আন্দোলন ভঙ্গ করার চেষ্টা করছে। তাই এখনই সরকারের সঙ্গে বৈঠকে রাজি নন তাঁরা।
যদিও সরকারের তরফে জানানো হয়েছে, ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। লালকেল্লায় যেভাবে জাতীয় পতাকার অপমান করা হয়েছে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ সরকার নেবেই। কৃষকদের মদত দেওয়ার জন্য কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
পাল্টা সরকারের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে কংগ্রেস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভুমিকা নিয়ে প্রশ্নও তুলছেন কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, কৃষকদের আন্দোলনকে কলুষিত করতে সরকার তাঁদেরকে খালিস্তানী এবং পাকিস্তানি সহ একাধিক তকমা দিয়ে চলেছেন।
দিল্লি পুলিশ কমিশনার এসএন শ্রীবাস্তব জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সেদিনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘোতনায় ৩৯৪ জন পুলিশ আহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে ১৯ জনকে। এছাড়াও ৫০ জনকে আটক করে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
৩১ জানুয়ারি অবধি বন্ধ রয়েছে লালকেল্লা। লালকেল্লার ভিতরেও বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনায় দিল্লির আইটিওর কাছে একজন কৃষকের মৃত্যু হয়। ময়নাতদন্তের পর জানা গিয়েছে ট্র্যাক্টর উল্টে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।