গান্ধীজির প্রয়াণ দিবসে বাংলায় শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের আবেদন রাজ্যপালের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে কলকাতার গান্ধীমূর্তির পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকর।

এদিন উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। রাজ্যপাল জগদীপ ধনকর বলেন, গান্ধীজি অহিংস নীতির প্রবর্তক ছিলেন। তিনি সবসময় সৎ ভাবে চলার পরিপন্থী ছিলেন।

একইসঙ্গে তাঁর আবেদন বিধানসভা নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে হয়।বর্তমানে বাংলা জুড়ে যে রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা অনভিপ্রেত বলেও এদিন মন্তব্য করেন তিনি।

একইসঙ্গে পরোক্ষে সরকারকে ইঙ্গিত করে তাঁর মন্তব্য, সরকারের সমস্ত কর্মচারীরা যেন কখনোই রাজনৈতিক কর্মী হিসেবে না কাজ করেন।

ইজরায়েলি দুতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনায় ২ অজ্ঞাত ব্যক্তির খোঁজ শুরু

পাশাপাশি তিনি জানিয়েছেন রাজ্যজুড়ে হিংসার বাতাবরণে সৃষ্টি হয়েছে তার ফলে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। সেদিকটা সমস্ত রাজনৈতিক দলকেই খেয়াল রাখার আবেদন জানিয়েছেন।

অন্যদিকে তৃণমূলের বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যপাল বলুন বা নাই বলুন তৃণমূল সবসময় সুষ্ঠুভাবে নির্বাচন করে থাকে। আসন্ন বিধানসভা নির্বাচনেও তার অন্যথা হবে না।

তিনি দলত্যাগী নেতাদের প্রসঙ্গে তিনি আরও জানান, দল থেকে একজন বা দুইজন চলে গেলে সেই দল কখনই উঠে যায় না। তাই রাজীব বন্দ্যোপাধ্যায় ও বৈশালী ডালমিয়া যদি অন্য দলে যোগদান করে তাতে তৃণমূলের কোন ক্ষতি হবে না।

সম্পর্কিত পোস্ট