পুলওয়ামায় রাতভর সেনা-জঙ্গি সংঘর্ষ, AK-47 সহ আত্মসমর্পণ দুই জঙ্গির
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের খবরের শিরোনামে পুলওয়ামা। নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে জম্মু-কাশ্মীর। বেশ কয়েক ঘণ্টা ধরে চলে গুলির লড়াই। এরপর পুলওয়ামার লেলহারে শনিবার সকালে আত্মসমর্পণ করে দুই জঙ্গি।
#LelharEncounterUpdate: Both #terrorists #surrendered along with 02 AK 47 rifles before senior officers of police & SFs. One #terrorist who was injured in #encounter has been shifted to hospital for medical treatment. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) January 29, 2021
গোপনসূত্রে জঙ্গিদের আত্মগোপন করার খবর পেয়ে শুক্রবার রাতে সেখানে অভিযান চালায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। তল্লাশি অভিযানের মাঝেই আচমকা শুরু হয় গুলিবর্ষণ। শুক্রবার রাত আটটা থেকে চলে গুলির লড়াই। রাতভর চলার পর শনিবার সকালে জঙ্গিদের পরাস্ত করতে সক্ষম হয় সেনাবাহিনী।
দুটি Ak-47 সহ আত্মসমর্পণ করে দুই জঙ্গি। কাশ্মীর পুলিশের তরফে জানা গিয়েছে, একজন জঙ্গি গুলি চলাকালীন আহত হয়। আত্মসমর্পণকারী জঙ্গিদের নাম আকিল আহমেদ লোন ও রউফ উল ইসলাম। তবে তারা কোন জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত তা এখনো জানা যায়নি।
গান্ধীজির প্রয়াণ দিবসে বাংলায় শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের আবেদন রাজ্যপালের
শুক্রবারই অবন্তিপোরাতে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে তিন জঙ্গি নিহত হয়। তারা হিজবুল মুজাহিদীন এর সদস্য বলে জানা গিয়েছে।
গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। তৎপর রয়েছে সেনাবাহিনী। তল্লাশি চালিয়ে দেখা হচ্ছে আর কোন জঙ্গী সেখানে আত্মগোপন করে রয়েছে কিনা।
প্রসঙ্গত চলতি বছরের ১৪ ই ফেব্রুয়ারি পুলওয়ামা কান্ডের দু’বছর সম্পূর্ণ হবে। ৪৯ জন শহীদ জওয়ানের স্মৃতি এখনো টাটকা। ফের পুলওয়ামা কান্ডের বর্ষপূর্তির আগে জঙ্গি হানায় ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন।
উল্লেখ্য, যে সব তরুণ ছেলেমেয়ে পথভ্রষ্ট হয়ে জঙ্গি সংগঠনে নাম লিখিয়েছে তাদের মূলস্রোতে ফিরে আসার আহ্বান জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী। তাদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে সেনাবাহিনী।
IGP Kashmir once again makes a fervent #appeal to all #misguided youth who have joined #terrorism, to #return their homes. We will accept you with open arms. Society needs you and most #importantly your #parents. So return and start your new life. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) January 30, 2021