অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ রাজীবের, বাংলার উন্নয়নই এখন ধ্যান এবং জ্ঞান-মন্তব্য প্রাক্তন বনমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অবশেষে জল্পনার অবসান। দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে বিজেপি শিবিরে নাম লেখালেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবন কৃষ্ণ মেনন পার্কে যোগদান করলেন তাঁরা। আনুষ্ঠানিকভাবে আগামীকাল হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকেই বিজেপির পতাকা হাতে তুলে নেবেন।

রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত সজ্জন রাজনীতিবিদের বিজেপিতে যোগদানে যথেষ্ঠ উৎসাহিত বিজেপি নেতৃত্বরা। শুরু থেকে শেষ পর্যন্ত রাজীবের বাক শালীনতায় তাঁরা মুগ্ধ।

দীর্ঘ দিন ধরে দলে ব্রাত্য থেকেছেন। দলে থেকে কাজ করা অসুবিধা হচ্ছিল। বিজেপি একটা শৃংখলাবদ্ধ দল। যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে চাটার্ড ফ্লাইট পাঠিয়ে যোগদান করালেন তার জন্য ধন্যবাদ জানালেন বৈশালী ডালমিয়া। বিজেপির নেতৃত্বে এবার সোনার বাংলা গড়বেন। এবার আর নয় অন্যায় স্লোগান শোনা যায় বৈশালী ডালমিয়ার মুখেও।

বাংলার মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করতে চাই। কেন্দ্রের সাহায্য ছাড়া কাজ করা সম্ভব নয়। তাই কেন্দ্রের সঙ্গে সহযোগিতা নিয়েই কাজ করতে চাই। কেন্দ্রের সঙ্গে বিবাদ থাকার কারণে বাংলার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে দাবী রাজীব বন্দ্যোপাধ্যায়ের।আগামী দিনে বাংলাকে পাখির চোখ করেই কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।

আগামীকাল ডুমুরজলার মঞ্চে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ভার্চুয়ালি উপস্থিত থাকবেন অমিত শাহ। এদিনের মঞ্চে আরও অনেকজন অন্যান্য দল থেকে বিজেপিতে যোগদান করবেন বলে জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

সম্পর্কিত পোস্ট