দল ভাঙাতে বিমান পাঠাও, পরিযায়ী শ্রমিকরা হাঁটার সময় মনে থাকে না, কটাক্ষ অনুব্রত মন্ডলের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ “পরিযায়ী শ্রমিকরা যখন হেঁটে আসছিল। তখন তোমার বিমান কোথায় ছিল? খাওয়ার জল দাও নি। আজ দল ভাঙাতে বিমান পাঠালেন। খেলা হবে। ভয়ঙ্কর খেলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় খেলার রেফারী”। ইলাম বাজার মিলের মাঠে এভাবেই বিজেপির দলভাঙা খেলাকে কটাক্ষ করেন অনুব্রত।

এদিন অনুব্রত বলেন, বীরভূমে সেই খেলায় বিজেপি কি করবে? বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা চিটফাণ্ডে লোকের টাকা মেরে জেল খেটেছে। ও বীরভূমে কি করবে?

এরপর উপস্থিত দলীয় সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, NRC করে মুসলমানকে বাংলাদেশ ও পাকিস্তানে পাঠাবে? আমরা রুখে দেব। ইলামবাজার ভুল করবে না। জানি। আরও বেশী ভোটে চন্দ্রনাথ সিনহাকে আপনারা জেতাবেন জানি।

#Budget2021 সরাসরি দেখুন

তারপর দলের ভাঙন নিয়ে দলীয় সমর্থকরা কি ভাবছে, সেটা আন্দাজ করে টোটকা দিতে মাভৈ দিয়ে বললেন অনুব্রত, আপনারা ঘাবড়ে যাচ্ছেন, না? নেতারা চলে যাচ্ছে তাই? এখন কি মাস? এখন পাতা ঝরার সময়। ইলামবাজার জঙ্গল ছাড়িয়ে গেলে দেখবেন, পাতা ঝরেছে।

তারপর সাংবাদিক সম্মেলনে অনুব্রত বলেন,  খেলা হবে। খেলা আমি শুরু করেছি। আমি শেষ করবো।  দলের ভাঙন প্রসঙ্গে বলেন, দলে একজন নেতা বা নেত্রী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।  তৃণমূলে এখন নতুন পাতা বের হচ্ছে। নতুন পাতা বের হলে গাছ আবার সবুজ হবে।

সম্পর্কিত পোস্ট