“এই বাজেট কোম্পানি রাজের বাজেট” –দীপঙ্কর ভট্টাচার্য

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ “এই বাজেট কোম্পানি রাজের বাজেট”। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট পেশের পর এমনটাই কটাক্ষ করলেন সিপিআই(এমএল) – এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য।

সোমবার সংসদে বাজেট পেশের পর সরকারের একাধিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। এবার বাজেটের একাধিক দিক তুলে ধরে কেন্দ্র সরকারের বিরোধিতা করলেন দীপঙ্কর ভট্টাচার্য।

তিনি বলেন, প্রথমত করোনা অতিমারির পর দেশে এই প্রথম বাজেট পেশ হয়েছে। যে সময়ে দেশের অর্থনীতি একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিল। কিন্তু এদিনের বাজেটে দেশের বিপর্যস্ত অর্থব্যবস্থা পুনরুদ্ধারে সরকারের কোনও পদক্ষেপ দেখা যায়নি।

দ্বিতীয়ত, করোনা এবং লকডাউনের সময় বহুমানুষ কর্মহীন হয়ে পড়েছিলেন। তাই এবারের বাজেটে মানুষের প্রত্যাশা ছিল কর্মসংস্থানের। সেটাও সরকার পূরণ করতে পারেনি।

তৃতীয়ত, করোনাকালে দেশের ১০০ জন ধনী ব্যক্তির সম্পত্তির পরিমাণ ১৩ লক্ষ কোটি টাকা বেড়েছে। সরকার তাঁদের ওপর কোনও ট্যাক্স বাড়ায়নি। তা না করে কৃষিক্ষেত্রে পেট্রোল এবং ডিজেলের ওপর সেস বাড়িয়েছে। তার ফলে কৃষকরা সমস্যায় পড়বে। সাধারণ মানুষ অস্বস্তিতে পড়বে।

আরও পড়ুনঃ “আত্মনির্ভরতার নামে আত্মবিক্রির বাজেট এটা”- কেন্দ্রের সমালোচনায় সরব বাম নেতা বিকাশ ভট্টাচার্য

তিনি আরও বলেন, কৃষিক্ষেত্র থেকে শুরু করে একাধিক বিভাগ কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছে সরকার। যার ফলে কর্পোরেটরা বেশী করে উপকৃত হবে।

তাঁর মতে, সরকারের উচিত ছিল যেসমস্ত ছোট শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের করমুক্ত করা। কিন্তু সরকার সেটা না করে পুঁজিপতিদের কর মুক্তি করছে। আর সেই কর সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

রাজনৈতিক মহলের মতে, পশ্চিমবঙ্গ সহ যেসমস্ত রাজ্যের নির্বাচন একেবারে শিয়রে। সেই রাজ্যের ওপর বিশেষ ফোকাস দেওয়া হয়েছে এবারের বাজেটে। তাই নির্বাচনের মুখে পশ্চিমবঙ্গে কলকাতা থেকে শিলিগুড়ি রাস্তা নির্মাণ, খড়গপুর-বিজয়ওয়াড়া ফ্রেড করিডোরের কথা উল্লেখ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

এবিষয়ে সিপিআই(এমএল) এর সাধারণ সম্পাদকের মন্তব্য, অধিকাংশ বাজেটের আগেই এই সরকার একাধিক প্রতিশ্রুতি দেয়। কিন্তু পরে সেটা জুমলা বলে নিজেরাই ঘোষণা করে। ঠিক বিহারের নির্বাচনের আগে যেমন বলেছিল বিনামূল্যে ভ্যাকসিন দেবে, একইভাবে নির্বাচনের মুখে বলছে পশ্চিমবঙ্গে রাস্তা তৈরি করবে।

প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরে বেশ কিছু বিজেপি নেতার মুখে বামেদের গুনগান শোনা যাচ্ছে। রাজ্যে শিল্প বিনিয়োগ থেকে শুরু করে কর্মসংস্থান নিয়ে খোলা মঞ্চে বামেদের সুনাম করছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে এমনকি অমিত শাহও।

এপ্রসঙ্গে বাম নেতা দীপঙ্কর ভট্টাচার্যের সাফ মন্তব্য, আসলে বামেদের স্মৃতিচারনা করে ভোট দখলের নতুন কৌশল শুরু করেছে বিজেপি। শুরু থেকে বামেরা বিজেপির সর্বাত্মক বিরোধিতা করে আসছে। এটা আসলে বামেদের সেন্টিমেন্টকে উস্কে দিয়ে ভোট দখলের একটা কায়দা।

টেলিফোনে সাক্ষাৎকার নিয়েছেন শুভজিৎ চক্রবর্তী

সম্পর্কিত পোস্ট