অমিত শাহের জরুরী তলবে দিল্লি যাচ্ছেন শুভেন্দু
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২১ এ নীলবাড়ি দখল প্রধান লক্ষ্য গেরুয়া শিবিরের কাছে। তাই এখন থেকেই বিশেষ নজর দিতে চাইছেন কেন্দ্রীয় নেতৃত্ব। একেবারে জোরালো স্ট্র্যাটেজি নিয়েই ময়দানে নামতে চাইছেন পদ্ম শিবিরের নেতারা।
তাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জরুরী তলবে আজই দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বারুইপুরে জনসভা রয়েছে শুভেন্দু অধিকারীর। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে বিজেপির একাধিক নেতৃত্বের। উপস্থিত থাকার কথা সদ্য বিজেপিতে আসা রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপর সেখান থেকেই দিল্লি উড়ে যাবেন তিনি।
মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দুপুরে বৈঠক করবেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সহ সভাপতি মুকুল রায় এবং রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয় বর্গীয়। এরপর মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে উপস্থিত হবেন শুভেন্দু অধিকারী।
গত ডিসেম্বরে মেদিনীপুরের জনসভায় বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী। এরপর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সভা করেছেন তিনি। শুভেন্দুর হাত ধরে যোগদান করেছেন বহু নেতারা। তাই নির্বাচনের আগে তাঁকেই বিশেষ গুরুত্ব দিতে চাইছে বিজেপির নেতৃত্ব।
আরও পড়ুনঃ ৭ তারিখ ডুমুরজলাতেই শক্তি প্রদর্শন তৃণমূলের, পাল্টা কটাক্ষ বিজেপির
উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে শুভেন্দু অধিকারীর সভার আগে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ, এলাকার একাধিক জায়গায় বিজেপির পতাকা খুলে দেয় তৃণমূল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
দক্ষিণ ২৪ পরগনায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডার কনভয় হামলা করা হয়েছিল বেশ কয়েকদিন আগে। তাতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছিল।
উল্লেখ্য, বারুইপুরের এই সভায় যোগদান করবেন ডায়মন্ড হারবার এর বিধায়ক দীপক হালদার সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে আশা কর্মী সমর্থকরা।
একই সঙ্গে আজ বারুইপুরের সবার দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। এক মঞ্চে দেখা যাবে তৃণমূলের প্রাক্তন তিন তীর্থকে যারা আজ বিজেপির হয়ে নির্বাচনী ময়দানে বার্তা দিতে চলেছেন।