উর্দি পড়ে বর্মা হাতে কারা? ব্যাখা দিলি দিল্লি পুলিশ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দিল্লিতে উপকন্ঠে আন্দোলনরত কৃষকদের সামনে ধাতব বর্ম এবং লাঠি হাতে কারা? সোমবার সেই ছবি প্রকাশ্যে আসতে শুরু হয়েছে নতুন করে জল্পনা। দিল্লি পুলিশ সূত্রের খবর, ছবিতে কারা রয়েছে সেবিষয়ে ব্যাখা দিয়েছে পুলিশ।
দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, দিল্লি পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও ধাতব লাঠি অথবা বর্ম ব্যবহারে অনুমোদন দেওয়া হয়নি। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, শাহাদারা জেলার ছবি এটি।
সিনিয়র অফিসারদের অনুমোদন ছাড়াই কীভাবে ধাতব পদার্থ ব্যবহারে অনুমোদন দেওয়া হল? তা জানতে স্থানীয় অফিসারকে তলব পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ কৃষি আইন ইস্যুতে উত্তাল রাজ্যসভা, ওয়াক আউট বিরোধীদের
যদিও সিনিয়র অফিসাররা জানার পরেই তাঁদেরকে ফিরিয়ে নেওয়া হয়। পুলিশকে এধরনের কোনও লাঠি এবং বর্ম ব্যবহারের অনুমোদন দেওয়া হয়নি বলে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে।
কিছুদিন আগেই সিঙ্ঘু বর্ডারে আন্দোলনরত কৃষকদের ওপর হামলা চালায় বেশ কিছু স্থানীয় মানুষ। শুরু হয় বচসা। এমনকি কৃষকদের বেশ কিছু তাঁবুর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় তরোয়ালে আহত হন একজন পুলিশ অফিসার।
অন্যদিকে সিঙ্ঘু, টিকরি এবং গাজিপুর বর্ডারে ত্রিস্তরীয় দেওয়াল তৈরি করা হয়েছে। কাঁটাতার দিয়ে ঘেরা সীমান্ত দেখে অনেকেই আন্তর্জাতিক সীমান্ত বলে কটাক্ষ করতে শুরু করেছেন।
কোথাও কংক্রিটের ব্যারিকেডের পর রাখা হয়েছে পেরেক এবং গজাল। তার পিছনে সারে সারে রয়েছে পুলিশের ভ্যান এবং গাড়ি। বিপুল পরিমাণে মোতায়েন করা হয়েছে পুলিশ।
GOI,
Build bridges, not walls! pic.twitter.com/C7gXKsUJAi
— Rahul Gandhi (@RahulGandhi) February 2, 2021
গাজিপুর সীমান্তে অনবরত চলছে পুলিশের টহলদারি। টিকরি সীমান্তে কৃষকদের আটকাতে ব্যবহার করা হয়েছে পেরেক এবং গজাল।
प्रधानमंत्री जी, अपने किसानों से ही युद्ध? pic.twitter.com/gn2P90danm
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) February 2, 2021
সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপকে কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন টুইট করে তিনি বলেন, কৃষকদের মধ্যে সেতু বন্ধন করুন দেওয়াল নয়। টুইট করে সরকারের নিন্দা করেছেন প্রিয়াঙ্কা গান্ধীও।