বিজেপির রথযাত্রা বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিজেপির রথযাত্রা বাতিলের মামলা দায়ের। বুধবার মামলা দায়ের করেন হাইকোর্টের আইনজীবী।রথযাত্রার ফলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে।সেই কারণে জনস্বার্থ মামলা দায়ের। আগামীকাল শুনানি হতে পারে আদালতে।

৬ ফেব্রুয়ারি নবদ্বীপ থেকে রথ যাত্রার সূচনা করবে বিজেপি। গোটা রাজ্যজুড়ে মোট পাঁচটি রথ পরিক্রমা করবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুটি রথের উদ্বোধন করবেন। তিনটি রথের উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

একুশের হাইভোল্টেজ নির্বাচনের আগে প্রচারের ঝড় তুলতে নতুন করে রথযাত্রা সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। তবে এবারে রথযাত্রায় অনুমতির ক্ষেত্রে লোকসভা নির্বাচনের সময়কার চিত্রনাট্যের পুনরাবৃত্তি হয়নি।

সুর নরম করে রাজ্যে তরফে জানানো হয়েছে বিজেপি যে যে বিধানসভা থেকে রথযাত্রা করতে চায় অনুমতি নিতে হবে স্থানীয় প্রশাসনের।

অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাফ জানিয়ে দিয়েছিলেন পরিবর্তন যাত্রা ওরফে এই রথযাত্রায় রাজ্য সরকারের তরফে অনুমতি না পাওয়া গেলে আদালতের দ্বারস্থ হবে বিজেপি।

সম্পর্কিত পোস্ট