আগামী ৬ মাসের জন্য কলকাতা পুরসভার বাজেট পেশ করলেন প্রশাসক ফিরহাদ হাকিম
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতা পুরসভা ২০২০-২১ অর্থবর্ষের বাজেট পেশ করা হয় বুধবার। উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি বলেন, এ বছর কলকাতা পৌরসভার বাজেট আগামী ছয় মাসের জন্য পেশ করা হল। আগামী ৬ মাস পরে যারা ক্ষমতায় আসবেন তারা পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন।
তবে এই ছয় মাসের জন্য বাজেটে কোন রকম পরিবর্তন করা হয়নি বলে জানান তিনি। রেট যা ছিল তাই বর্তমানে বহাল রাখা হয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন এবছর বাজেটে এখনো পর্যন্ত ১৪ কোটি টাকা ঘাটতি রয়েছে। তবে ওয়েভার স্কিমের টাকা যদি চলে আসে তাহলে টাকার ঘাটতি বেশ কিছুটা কমবে বলে তিনি জানিয়েছেন।
বাজেট পেশের সঙ্গে সঙ্গে এদিন বিজেপিকে তুলোধনা করতে ছাড়েননি ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন এ রাজ্যে রোহিঙ্গা কোথায় আছে তার চোখে পড়েনি। যদি রোহিঙ্গা কোথাও থেকে থাকে তাহলে কিছু যায় আসে না।
তার জোড়ালো দাবি এ রাজ্যে রোহিঙ্গা বলে কিছুই নেই।তার কারণ এখানে সবাই সমান অধিকারে বসবাস করেন। কিন্তু বিরোধীরা এই নিয়ে মাতামাতি করছে বলেও তিনি অভিযোগ জানিয়েছেন। বিজেপি ধর্মীয় বিভাজনের রাজনীতি করে থাকে এবং তাই করছে বলে কটাক্ষ করেন ফিরহাদ।
স্থানীয় জনজাতির কৃষ্টি সংস্কৃতি মানোন্নয়ন এবং প্রসারের ক্ষেত্রে উত্তরবঙ্গ উৎসব এর গুরুত্ব অপরিসীম
সম্প্রতি মিলন উৎসব নিয়ে দিলীপ ঘোষ যে কটাক্ষ করেছেন তা নিয়ে এদিন ফিরহাদ হাকিম বলেন, যারা আমাদের অন্নদাতা তাদেরকে অসম্মান করার অধিকার কারো নেই। তাই বিজেপি যে সমস্ত রাজ্যে রয়েছে সেখানে হাথরাসের মত ঘটনা ঘটেছে। বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা তলানীতে গিয়ে ঠেকেছে বলে এদিন মন্তব্য করেন ফিরহাদ।