আজ বিধানসভায় বাজেট পড়বেন মুখ্যমন্ত্রী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার রাজ্য বাজেটে থাকছে নয়া চমক। বিধানসভায় বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, অসুস্থ রয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তাই তাঁর পরিবর্তে বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী।

রাজনৈতিক মহলের মতে, আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন। সেকথা মাথায় রেখেই একাধিক জনমুখী প্রকল্পের কথা এদিনের বাজেটে ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।

গরীব মানুষের কথ্যা ভেবেই হবে ২০২১-২১ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট। তা আগেই ইঙ্গিতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বাজেট ভাষণ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাম-কংগ্রেস।

আরও পড়ুনঃ ২০১৬ সালের থেকেও বেশি আসনে ক্ষমতায় ফিরবে তৃণমূল

অভিযোগ, রাজ্যে তৃণমূল সরকারের আমলে সবচেয়ে কম দিনের অধিবেশন হয়েছে। আবার নজির তৈরি করে এবারের বাজেট অধিবেশনে বাতিল করা হয়েছে রাজ্যপালের ভাষণ। আলোচনা করা হয়নি বিরোধীদের সঙ্গেও। বিরোধীদের প্রতিটি পদে তাঁদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তাই মুখ্যমন্ত্রীর বাজেট ভাষণ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

তবে বিরোধীদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আনুরোধ জানিয়েছেন পরিষদীয় রাষ্ট্রমন্ত্রী তাপস রায়।

সম্পর্কিত পোস্ট