বাংলায় রেলের জন্য ঐতিহাসিক বরাদ্দ, দাবী রেলমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নীলবাড়ি দখলে বিশেষ নজর গেরুয়া শিবিরে। আর সেই লক্ষ্যেই এবারের কেন্দ্রীয় বাজেটে বাংলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার বাংলায় রেল পরিষেবার উন্নয়নে ‘ঐতিহাসিক বরাদ্দ’ ঘোষণা করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল

বৃহস্পতিবার টুইট করে রেলমন্ত্রী জানান, ভারতীয় রেলের ইতিহাসে পশ্চিমবঙ্গের জন্য ঐতিহাসিক বরাদ্দ ঘোষণা করা হয়েছে। মেট্রো সহ রেলের একাধিক প্রকল্পের জন্য ২০২১-২২ সালের মধ্যে খরচ হবে ৬৬৩৬ কোটি টাকা।

টুইটের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেন রেলমন্ত্রী। সেখানে তিনি বলেন, ৫৩ টি প্রোজেক্ট পশ্চিমবঙ্গ জুড়ে। রেলের পরিকাঠামোকে উন্নত করতে আরও অর্থ ঢালা হচ্ছে। বেশ কিছু জায়গায় স্থানীয় সমস্যার কারণে আটকে রয়েছে কাজ। এক্ষেত্রে রাজ্য সরকারের সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন তিনি।

 

এমনকি ওই সমস্ত প্রকল্পের জন্য জমি তৈরি রাখতে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি। একইসঙ্গে গেরুয়া শিবিরের অন্যান্য নেতাদের মতো সোনার বাংলা গড়ার কথাও জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ Budget2021 সরাসরি দেখুন

কিছুদিন আগে খড়গপুর থেকে বিজয়ওয়াড়া এবং গোমো থেকে ডানকুনি ফ্রেট করিডোর নির্মাণের কথা উল্লেখ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তারপরেই পীযূষ গোয়েলের টুইট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে দাবী করছেন অনেকেই।

বিধানসভা নির্বাচনের আগে বাংলা দখলের লড়াইয়ে মরিয়া সমস্ত দল। আর তাই ভোটের কথা মাথায় রেখেই নতুন একগুচ্ছ রেল প্রকল্পে বরাদ্দ করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সম্পর্কিত পোস্ট