নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ রাজ্য বিজেপির নেতৃত্বরা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হতে বাকি মাত্র কয়েকটা দিন। এবারের নির্বাচন চান শাসক-বিরোধী উভয়ই অবাধ এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ। তবে নির্বাচনে যে রক্তক্ষরণ বাংলার মানুষ দেখেছে এবারেও যে তার কোন ব্যতিক্রম হবে না তা রাজনৈতিক মহলের একাংশের আলোচনাতেই স্পষ্ট।
এরই মাঝে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করলেন বিজেপির একটি প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ,, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং , স্বপন দাশগুপ্ত, ভূপেন্দ্র যাদব।
নির্বাচনী কাজে সরকারি কর্মীদের যেন কাজে না লাগানো হয়। রাজ্য সরকারের কর্মীরা নিরপেক্ষ থেকে কাজ করতে পারবেন না। মূলত এই অভিযোগকে সামনে রেখেই তাদের ভোট গ্রহণে না জড়ানোর দাবিতেই আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপির প্রতিনিধিদল।
একই সঙ্গে একটি লিখিত দিয়ে জানানো হয়েছে নির্বাচন কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য নিরপেক্ষ ও অবাধ নির্বাচন। এই পুরো প্রক্রিয়াটি কেন্দ্রীয় সরকারের কর্মীদের দ্বারা পরিচালনার দাবি জানিয়েছেন তারা।
জোটের মধ্যে নেওয়া হোক আব্বাস সিদ্দিকিকে, সোনিয়াকে চিঠি মান্নানের
উল্লেখ্য বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের অফিসের তিন সিনিয়র অফিসারকে বদলি করেছে কমিশন। তারা হলেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক শৈবাল বর্মন, যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক অনামিকা মজুমদার উপ মুখ্য নির্বাচন আধিকারিক অমিতজ্যোতি ভট্টাচার্য।
এই তিনজন আধিকারিক মূল পদে ছিলেন এবং নির্বাচন পরিচালনায় অত্যন্ত অভিজ্ঞ ছিলেন ছিলেন বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।
এদিন নির্বাচন কমিশনের অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি দিলীপ ঘোষ বলেন, এবারের নির্বাচন প্রথমত তারা চান এবং শান্তিপূর্ণভাবে হোক। একই সঙ্গে তারা চান এই নির্বাচন হোক নিরপেক্ষ। কমিশনকে তারা চিঠি দিয়েছেন।
আপাতত দেখার বিজেপির প্রতিনিধিদলের দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ নেয় কমিশন।