মেলেনি কোনও উত্তর, একা লড়াইয়ের সিদ্ধান্ত আব্বাস সিদ্দিকির
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একুশের নীলবাড়ি দখলের লড়াইয়ে তৃণমূল-বিজেপির আকছাআকছি লড়াইয়ে তৃতীয় বিকল্প হিসাবে উঠে আসছে বাম-কংগ্রেস জোটের নাম।
রবিবার আসন বন্টন নিয়ে আলোচনা শেষ দফার বৈঠকে সিপি(আই)এমের সদর দফতরে উপস্থিত হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, প্রদীপ ভট্টাচার্যরা। বৈঠকে উপস্থিত রয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং সিপি(আই)এম রাজ্য সম্পাদক সুর্যকান্ত মিশ্র।
ইতিমধ্যেই মহাজোটের অংশ হতে বাম এবং কংগ্রেসকে চিঠি দিয়েছেন আব্বাস সিদ্দিকি। সূত্রের খবর, নিজের দল ইন্ডিয়ান সেকুলার ফন্ট্রের জন্য ৪০ টি আসনে লড়াইয়ের কথা জানিয়েছেন আব্বাস সিদ্দিকি। সেই বিষয়টি নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হবে এমনটাই সূত্রের খবর।
এর আগেও অবশ্য আব্বাসের দলকে জোটের সঙ্গী হওয়ার জন্য কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি দেন আবদুল মান্নান।
আরও পড়ুনঃ নির্বাচনের মুখে পরিকাঠামো খাতে ঢালাও বরাদ্দ এবারের বাজেটে
রবিবার প্রায় দু’ ঘণ্টা ধরে আলিমুদ্দিন স্ট্রিটের সিপিএম সদর দফতরে বৈঠক করলেন সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব। ডাকা হয়নি ইন্ডিয়ান সেকুলার ফন্ট্রের আব্বাস সিদ্দিকিকে । জানানো হল না কত আসন ছাড়া হবে। তাই আপাতত জোট হচ্ছে না ধরে নিয়ে একা চলার পথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।
বৈঠকে কোনও সাড়া না মেলায় ক্ষোভে ফেটে পড়েন ফুরফুরার পিরজাদা। তিনি বলেন, “আমরা একা লড়ব। যেখানে যেখানে প্রার্থী দেব সেখানে ২৫, ৩০ বা ৫০ হাজার ভোট কাটব। ওরা যখন বন্ধুত্বের হাত বাড়াল না, আমরা আমাদের মতোই লড়বো। তাতে যা হয় হবে।”
আব্বাস সিদ্দিকির হিসেব, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, মালদহ মুর্শিদাবাদে তাদের সংগঠন আছে। তাই এই সব জায়গায় আইএসএফ প্রার্থী দিলে বাম কংগ্রেসের লড়াই সহজ হবে না।
যদিও কংগ্রেস সূত্রে বলা হচ্ছে, আব্বাসের সঙ্গে আলোচনার পথ খোলা আছে এখনও। বাম কংগ্রেস আসন সমঝোতা চূড়ান্ত হলেই আব্বাসের সঙ্গে কথা বলা হবে।