রাজ্যসভায় গুলাম নবী আজাদের বিদায়ী ভাষণে আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রধানমন্ত্রী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলবার রাজ্যসভার অবসর গ্রহণকারী বিরোধী দলনেতা গুলাম নবী আজাদ সহ চার রাজ্যসভার সদস্যের বিদায়ী ভাষণ চলছিল। সেখানেই আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন প্রধানমন্ত্রী বলেন, পদ আসবে, ক্ষমতাও আসবে কিন্তু সেটাকে কীভাবে পরিচালনা করতে হয় তা গুলাম নবী আজাদের থেকে শেখা দরকার। আমি তাঁকে সত্য বন্ধু হিসাবে মনে করি।

সেইসঙ্গে প্রাক্তন রাষ্ট্রপতি তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়ের কথা শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। তিনি বলেন, দুই জনের সঙ্গে তাঁর দারুণ সখ্যতা ছিল।

আরও পড়ুনঃ এমএসপি ছিল, আছে, থাকবে, সংসদে দাঁড়িয়ে কৃষকদের আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, আমি কখনই শ্রী আজাদ এবং প্রণব মুখোপাধ্যায়ের প্রচেষ্টার কথা ভুলব না। জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় যখন গুজরাটের কিছু মানুষ আটকে পড়েছিলেন তখন প্রতিনিয়ত যোগাযোগ রেখেছিলেন। তিনি এমনভাবে কথা বলছিলেন যেন তাঁর নিজের পরিবারের কেউ আটকে পড়েছে।

 

নিজেদের ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমি গুলাম নবী সাহেবকে অনেক আগে থেকেই চিনি। যখন আমরা মুখ্যমন্ত্রী ছিলাম তার আগে থেকেই আজাদ সাহেবের সঙ্গে পরিচিতি রয়েছে। ওনার বাগানের ভীষণ সখ রয়েছে।

সবশেষে প্রধানমন্ত্রী বলেন, গুলাম নবী আজাদের পরিবর্তে অন্য কেউ এসে তাঁর কাজের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে কাজ করবে সেই সংখ্যা কম রয়েছে। তিনি শুধুমাত্র দল নিয়ে উদ্বিগ্ন ছিলেন না, দেশ এবং সংসদ নিয়েও উদ্বিগ্ন ছিলেন।

সম্পর্কিত পোস্ট