রাজ্যসভার পরবর্তী বিরোধী দলনেতা মল্লিকাজুন খাড়গে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যসভা থেকে অবসর নিয়েছেন বিরোধী দলনেতা গুলাম নবী আজাদ। তবে তাঁর পরিবর্তে রাজ্যসভার বিরোধী আসনের দায়িত্ব কাকে দেওয়া হবে? সেই নিয়ে জল্পনা চলছিল বিস্তর। এবার সেইপদে আনা হতে পারে বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকাজুন খাড়গেকে।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, কংগ্রেসের তরফে বিরোধী দলনেতা হিসাবে তাঁর নাম চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুর কাছে লিখিত প্রস্তাব জমা দিয়েছে কংগ্রেস।

আরও পড়ুনঃ রাজ্যসভায় দাঁড়িয়ে ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী

১৫ ফেব্রুয়ারি রাজ্যসভা থেকে ইস্তফা দেন গুলাম নবী আজাদ। তাঁর বিদায়ী ভাষণে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জম্মু-কাশ্মীর থেকেই রাজ্যসভার সাংসদ পদ থেকে নির্বাচিত হন গুলাম নবী আজাদ।

একইসঙ্গে খালি হয়ে যায় জম্মু-কাশ্মীর থেকে নির্বাচিত সাংসদদের পদও। ২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর থেকে বিধানসভার নির্বাচন হয়নি।

এই মুহুর্তে রাজ্যসভার বর্ষীয়ান সাংসদদের মধ্যে রয়েছে মল্লিকাজুন খাড়গে। এর আগে ২০১৪ থেকে ২০১৯ অবধি লোকসভার সংসদে কংগ্রেসের পরিষদীয় দলনেতা ছিলেন তিনি। তাই তাঁকেই আনতে চাইছে কংগ্রেস।

সম্পর্কিত পোস্ট