বাংলার মানুষের রোজগার নেই, তাই ৫ টাকা করে ক্যান্টিনে খাবার খাওয়াতে হচ্ছে- কটাক্ষ দিলীপ ঘোষের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এর আগে রাজ্যে ‘শ্রমজীবি ক্যান্টিন’ চালু করে সিপিএম। যেখানে ২০ টাকায় মিলতো দুপুরের খাবার। এবার মাত্র সাধারণ মানুষ পাবেন ৫ টাকায় পেটভর্তি ভাত, সবজি, ডাল ও ডিমের ঝোল।
এই মুহূর্তে বাজারে একটি ডিম দাম পড়ে ৬ টাকা। দোকানের গল্পটাও একই। তবে কোথাও কোথাও তা কিনতে ৭ টাকাও পড়ে যায়। কিন্তু তা সত্বেও মাত্র ৫ টাকায় পেটভর্তি ভাত, সবজি, ডাল, সঙ্গে ডিমের ঝোল দেওয়া সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন সবাই।
তথ্য বলছে এদিন থেকেই কলকাতায় মিলছে ৫ টাকায় ডিম ভাত। ধীরে ধীরে সারা বাংলায় এই দামেই খাবার মেলার কথা। কিন্তু, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ‘মা কিচেন’ নিয়ে কটাক্ষ করলেন।
‘চায়ে পে চর্চা’য় তিনি বলেন, ‘দিদিমণি একবার বললেন তিনি ৮০ শতাংশ মানুষকে ২ টাকা করে চাল খাওয়ান। কারণ বাংলার মানুষের কাছে ৩০ টাকা করে চাল কেনার পয়সা নেই। দিদিমণি চাকরি-বাকরি কাউকে দেননি। বাংলার মানুষকে গরিব করে রেখেছেন। তাই ৮০ শতাংশ লোককে ২ টাকা কিলো চাল খাইয়েছেন। একটা সময় বাংলায় লঙ্গর চলত। ৭০-৭২ সালের দিকে। মানুষ খেতে পেত না তাই লঙ্গর চলত। আজকেও বাংলার সাধারণ মানুষের কাছে খাওয়ার পয়সা নেই। রোজগার নেই। তাই ৫ টাকা করে ক্যান্টিনে খাবার খাওয়াতে হচ্ছে। এই ৫ টাকা করে খাবার বিলি করে নিজের সরকারেরই ব্যর্থতা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী’।
৫ টাকায় ডিম-ভাত, ভোটের আগে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর
বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নানও ক্যান্টিন প্রকল্প নিয়ে অভিযোগ করে বললেন, ‘গরিব মানুষকে আহার দেওয়ার নাম করে কোটি কোটি টাকা লুঠ করার ছক করছে সরকার। আর লোককে দেখাচ্ছে আমি ৫ টাকায় খাবার দিচ্ছি। সাহস থাকলে মুখ্যমন্ত্রী জানান, মার্চ মাস পর্যন্ত যে হিসেব আপনি বিধানসভায় পেশ করেছেন, তাতে এই প্রকল্পের খরচের হিসেব আছে কিনা’।
বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী জনসংযোগ বাড়ানোর দিকে নজর দিয়েছেন। এবার কলকাতায় চালু হয়ে গেল সস্তায় সরকারি ক্যান্টিন ‘মায়ের রান্নাঘর’। ডিম-ভাতের থালি মাত্র ৫ টাকায়। জানা গেছে, ২০০ গ্রাম চালের ভাত পাওয়া যাবে, তার সঙ্গে থাকছে সবজি আর ডাল। কলকাতার ১৬টি বরোতেই আপাতত মিলবে দুপুরের ভোজন।
নবান্ন থেকে এদিন এই প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ১৬টি বরোতে একসঙ্গে চালু হল এই পরিষেবা। পর্যায়ক্রমে মহানগরের ১৪৪ টি ওয়ার্ডে চালু হবে ‘মায়ের রান্নাঘর’।