টানা ৮ দিন ধরে বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলবারেও উর্ধমূখী জ্বালানীর দাম। মঙ্গলবার লিটারপিছু পেট্রোলের দাম পেড়েছে ৩০ পয়সা, ডিজেলের দাম বেড়েছে ৩৫ পয়সা। মঙ্গলবার কলকাতায় লিটার পিছু পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯০.৫৪ টাকা। ডিজেলের দাম পার করেছে ৮৩ টাকা প্রতি লিটার।

এই নিয়ে টানা ৮ দিন বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। আকাশ ছোঁয়া এই দামে নাভিশ্বাস মধ্যবিত্তের। একইসঙ্গে ১০ দিনের মধ্যে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৭৫ টাকা।

মুম্বইয়ে মঙ্গলবার লিটার পিছু পেট্রোলের দাম পৌঁছেছে ৯৫.৭৫ টাকা। রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ৮৯.২৯ টাকা। লিটার পিছু ডিজেলের দাম ৮০ টাকা পার করেছে।

আরও পড়ুনঃ অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাড়িতে আরএসএস প্রধান মোহন ভগবত

বেশ কিছু জায়গায় সেঞ্চুরি পার করেছে পেট্রোলের দাম। মধ্যপ্রদেশ, রাজস্থানে পেট্রোলের দাম ১০০ ছুঁই ছুঁই।

মঙ্গলবার চেন্নাইতে লিটারপিছু পেট্রোলের দাম ৯১.৪৫ টাকা, ব্যাঙ্গালুরুতে ৯২ টাকা। জয়পুরে পেট্রোলের দাম ৯৫.৭৫ টাকা।

একটানা ৮ দিন ধরে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে প্রশ্নের মুখে পড়তে হয়েছে সরকারকে।

সম্পর্কিত পোস্ট