পুদুচেরিতে চার বিধায়কের ইস্তফা, সরকার ভাঙতে বৈঠক মুখ্যমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ৪ বিধায়কের ইস্তফার পর পতনের মুখে পুদুচেরির কংগ্রেস সরকার। তড়িঘড়ি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী নারায়ণস্বামী। সূত্রের খবর, বৈঠকেই সরকার ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন তিনি।

চলতি বছরেই নির্বাচন হওয়ার কথা পুদুচেরিতে। তার আগে চার বিধায়কের ইস্তফার পর অস্বস্তি বেড়েছে কংগ্রেসের ভিতরে। সূত্রের খবর পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী নারায়ণস্বামী ঘনিষ্ট এ জন কুমার।

বিরোধীদের রোশের মুখে পড়ার আগেই নিজেই বিধানসভা ভেঙে দিতে চান নারায়ণস্বামী। নতুন করে ভোটের সিদ্ধান্তে যেতে পারেন তিনি। গোটা ঘটনায় বিজেপির দিকে অভিযোগ তুলেছে কংগ্রেস।

ঘটনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উপরাজ্যপাল কীরণ বেদীর দিকে অভিযোগ তুলেছে কংগ্রেস। সরকার ভাঙতে বৈঠক মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুনঃ টানা ৮ দিন ধরে বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম

গতবারের নির্বাচনে ৩০ জন বিধায়কের মধ্যে ১৫ জন কংগ্রেস বিধায়কের সঙ্গে ৩ জন ডিএমকে এবং ১ জন নিরপেক্ষ বিধায়কদের নিয়ে সরকার গঠন করা হয়।

চার জনের ইস্তফার পর এখন পুদুচেরিতে বিধায়কের সংখ্যা ১৪ জন। কংগ্রেস বিধায়কের সংখ্যা ১০ জন। কিছুদিন আগেই দুই বিধায়ক কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। যার মধ্যে ছিলেন নাম্মাসিভায়াম।

২০১৬ সালের নির্বাচনে নাম্মাসিভায়ামকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে সামনে রেখে প্রচার করে কংগ্রেস। পরে নারায়ণস্বামীকে মুখ্যমন্ত্রী করা হয়।

চলতি বছরে পশ্চিমবঙ্গ ছাড়াও রয়েছে কেরল, অসম, তামিলনাড়ু এবং পুদুচেরির নির্বাচন। এর মধ্যে পশ্চিমবঙ্গ এবং পুদুচেরিতে বিশেষ নজর রয়েছে গেরুয়া শিবিরের।

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগেই সরকার ভেঙে নতুন সরকার গঠনের লক্ষ্যে রয়েছে বিজেপি।

সম্পর্কিত পোস্ট