মুকুল রায়ের কথায় আশ্বস্ত, অনশন ভাঙলেন পার্শ্ব শিক্ষকরা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রায় ৬০ দিনের ওপর সল্টলেকের বিকাশভবনের সামনে আন্দোলন জারি রেখেছে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ। একইসঙ্গে সরকারের সঙ্গে আলোচনায় কোনও সদর্থক উত্তর না মেলায় অনশন আন্দোলনের সিদ্ধান্ত নেন পার্শ্ব শিক্ষকরা।
মঙ্গলবার বিজেপি নেতা মুকুল রায়ের প্রতিশ্রুতির পর অনশন প্রত্যাহার করে নিলেন পার্শ্ব শিক্ষকরা। বিজেপি ক্ষমতায় এলে আর বঞ্চনা নয়। পার্শ্বশিক্ষকদের অবস্থানে এসে বিজেপি নেতা মুকুল রায়ের।
এবিষয়ে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের জয়েন্ট কনভেনরের সঙ্গে কথা বলে দ্য কোয়ারি। তিনি বলেন, আন্দোলন চলবে। এদিন মুকুল রায় তাঁদেরকে আশ্বস্ত করেছেন ক্ষমতায় এলে এক সপ্তাহের মধ্যে তাঁদের দাবী মেনে নেওয়া হবে। এরপরেই অনশন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। তবে অবস্থান আন্দোলন চলবে বলে জানান তারা।
আরও পড়ুনঃ এখনই সংখ্যা ঘোষণা সমীচীন নয়, জোট নিয়ে বৈঠকের পর জানালেন অধীর চৌধুরী
এদিন মুকুল রায় আরও বলেন, বাংলাজুড়ে অরাজকতা চলছে। এর বিরুদ্ধে আন্দোলনকে একজোট করতে হবে। সমস্যার সমাধান করতে হবে। বিজেপি ক্ষমতায় এলে পার্শ্বশিক্ষকদের আর আন্দোলনে নামতে হবে না।
মঙ্গলবার ১১ দিনের মাথায় পড়ল পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের অনশন কর্মসূচী। সঠিক বেতন পরিকাঠামো, স্থায়ীকরণ সহ একাধিক দাবীতে আন্দোলন জারি রেখেছিলেন তাঁরা। এর আগে তাঁদের সঙ্গে দেখা করে আসেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী সহ একাধিক নেতৃত্ব।
বুধবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করবেন তাঁরা। এদিন আন্দোলনকারীরা জানিয়েছেন, ক্ষমতায় আসার ৭ দিনের মধ্যে আমাদের দাবী পূরণ করা হবে। এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তবে আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন তাঁরা।