দেশজুড়ে ‘রেল রোকো’ কর্মসূচীতে দশ রাজ্য থেকে মিলল ব্যাপক সাড়া
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কেন্দ্রের তিন কৃষি আইনের বিরোধিতায় দিল্লির উপকন্ঠে ৮০ দিনের ওপর আন্দোলন জারি রেখেছেন কৃষকরা। কেন্দ্রের সঙ্গে ১১ দফা বৈঠকের পরেও মেলেনি কোনও সমাধান। তাই আন্দোলনের কর্মসুচী হিসাবে বৃহস্পতিবার বেলা ১২ টা থেকে বিকেল ৪ অবধি দেশজুড়ে ‘রেল রোকো’ ডাক দেয় সংযুক্ত কিষাণ মোর্চা।
দেশজুড়ে একাধিক রাজ্যে এই আন্দোলনের সাড়া মেলে। এদিন হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং রাজস্থানে সমস্ত বয়সের মহিলারা এবং বয়স্করা এই আন্দোলনে শামিল হন।
অল ইন্ডিয়া কিষাণ সভার তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের ৭৭ টি স্টেশনে কৃষকদের সমর্থনে আন্দোলন কর্মসূচী চলে। এছাড়াও ঝাড়খন্ডের ৬৫ টি, তেলেঙ্গানার ৫৫ টি, ওড়িশ্যার ৩০ টি, অন্ধ্রপ্রদেশের ২৩ টি, রাজস্থানের ২১ টি, কর্ণাটকের ৯ টি, মধ্যপ্রদেশের ১১ টি, ত্রিপুরার ৫টি এবনবগ মহারাষ্ট্রের ৫ টি স্টেশনে ‘রেল রোকো’ কর্মসুচী চলে।
একইসঙ্গে এদিন কেরলের ১৪ টি জেলায় কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভে শামিল হন কৃষকরা। কেন্দ্র সরকারের একাধিক অফিস ঘিরে চলে বিক্ষোভ। সারা দেশজুড়ে চলে শান্তিপূর্ণ আন্দোলন।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গেও কৃষকদের মহাপঞ্চায়েত! স্পষ্ট করলেন হান্নান মোল্লা
এদিন মধ্যপ্রদেশের গোয়ালিওরে ১০০ জনকে গ্রেফতার করা হয়। বেশকিছু কৃষক নেতাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বিহারে এবং কর্ণাটকে ‘রেল রোকো’ কর্মসূচীতে শামিল হন কৃষক নেতারা। এদিন তেলেঙ্গানায় ৫০০ জন কৃষককে গ্রেফতার করা হয়েছে। এমনটাই দাবী সর্বভারতীয় কিষাণ সভার।
এদিন ব্যাঙ্গালুরুতে যশোবন্তপুর রেলওয়ে স্টেশন অবরোধ করেন কৃষকরা। একইসঙ্গে পুনেতেও আন্দোলনে শামিল হন কৃষকরা। লুধিয়ানাতেও চলছে কৃষক আন্দোলন। কৃষকদের ডাকা ‘রেল রোকো’ আন্দোলনের কর্মসূচী হিসাবে পাটনাতেও অবরোধ দেখান জন ধার পার্টি।
একইসঙ্গে কৃষকদের সমর্থনে উত্তরপ্রদেশ বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান সমাজবাদী পার্টির বিধায়করা। প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরন সিংয়ের মূর্তির তলায় চলে কৃষি আইন বিরোধী শ্লোগান। অবিলম্বে কৃষি আইন প্রত্যাহার করতে হবে দাবী করেন তাঁরা।
এর আগে ৬ ডিসেম্বর কৃষি আইনের প্রতিবাদে দেশজুড়ে ‘চাক্কা জাম’ কর্মসুচীর ডাক দেন কৃষকরা। সেখানেও বিভিন্ন রাজ্য থেকে ব্যাপক সাড়া মেলে । বৃহস্পতিবার সংযুক্ত কিষাণ মোর্চার তরফে ডাকা ‘রেল রোকো’ কর্মসুচীতে ব্যাপক সাড়া মিলেছে।