অভিষেকের মানহানি মামলায় অমিত শাহকে সমন বিশেষ আদালতের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একাধিক ইস্যুতে তৃণমূল বনাম বিজেপির বাকযুদ্ধের আকছাড় লড়াই দেখেছে রাজ্যের মানুষ। অভিযোগ এবং পাল্টা অভিযোগের একে অপরকে জেরবার করেছে দুই পক্ষ।

এমনকি বিষয়টি নিয়ে আদালতে মামলা গড়ায়। শেষ অবধি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মানহানি মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তলব আদালতের।

অভিযোগ, ২০১৮ সালের মেয়ো রোডের একটি সভায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আনেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি বলেন, সারদা, নারদা এবং রোজভ্যালির মতো ঘটনায় যুক্ত রয়েছেন অভিষেক। একইসঙ্গে তিনি অভিযোগ তোলেন, গ্রামীণ উন্নয়নের জন্য বরাদ্দ অর্থের সঠিক খরচ হয়নি।

শাহের সফরের মাঝেই কেন্দ্রের কড়া সমালোচনা ব্রাত্য বসুর

অমিত শাহের তোলা অভিযোগের পরেই আদালতে মানহানি মামলা দায়ের করেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। একজন সাংসদের বিরুদ্ধে এভাবে কখনোই মন্তব্য করা যায় না। অভিযোগ অভিষেকের।

সেই মামলা এতদিন ধরে আদালতে চলার পর ২২ ফেব্রুয়ারি সকাল ১০ টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সমন পাঠালো বিশেষ আদালত। আদালতের তরফে বলা হয়েছে, ওই দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অথবা তাঁর কোনও প্রতিনিধি উপস্থিত থাকবেন।

একইসঙ্গে আদালতের তরফে আরও বলা হয়েছে, এই বিষয়ে অমিত শাহের তরফে মন্তব্য শুনবে আদালত।

নির্বাচনের আগে তৃণমূল বিজেপির বাকযুদ্ধের আক্রমণ, প্রতিআক্রমণে কতটা কোন দল কতটা জায়গা করে নেবে? তাকিয়ে রাজনৈতিক মহল।

সম্পর্কিত পোস্ট