তৈরি হয়নি লেভেল ক্রসিং, পিছিয়ে গেল টালা ব্রিজ ভাঙার কাজ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লেভেল ক্রসিং তৈরি না হওয়ায় পিছিয়ে গেল টালা ব্রিজ ভাঙার দিন। ৩১ জানুয়ারি থেকে বন্ধ থাকবে ফ্লাইওভার। পয়লা ফেব্রুয়ারি শ্যামবাজারের দিক থেকে শুরু হবে ব্রিজ ভাঙার কাজ। রেলের তরফে সময় নেওয়ায় ব্রিজ ভাঙার কাজে দেরি হয়ে এমনটাই দাবী রাজ্যের।
১৮ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল টালা ব্রিজ ভাঙার। সেতু ভাঙার জন্য আনুমানিক খরচ ৩০ কোটি টাকা। নিজেদের অংশ ভাঙার জন্য ৪ কোটি টাকা বরাদ্দ করেছে পুর্ত দফতর।
আরও পড়ুনঃ রাজ্যের একাধিক সচিব পদে রদবদল
বাকি অংশ ভাঙার জন্য রেলের তরফে টেন্ডার ডাকা হয়েছে। পুরো ব্রিজ ভেঙে ফেলতে সময় লাগবে দুই থেকে আড়াই মাস। নবান্ন সূত্রের খবর এপ্রিল থেকেই শুরু হবে নতুন ব্রিজ তৈরির কাজ।
ব্রিজ ভাঙার কাজকর্ম তদারকি করার জন্য ইতিমধ্যে কমিটি গঠন করা রয়েছে । যদিও নির্ধারিত সময়ের মধ্যে ব্রিজ ভাঙার কাজ সম্ভব নয় বলে দাবী করছে নবান্ন।
রেলের তরফে দাবী করা হয়েছে, রাজ্যের তরফে টালা ব্রিজের যে নকশা দেওয়া হয়েছে তা শেষ কোর্টে তিন বছরের বেশী সময় লাগবে। তারপর নকশা বদল করা হলেও কোন সমস্যার কারণে টালা ব্রিজের কাজে বারবার ব্যাঘাত ঘটছে তা নিয়ে প্রশ্ন উঠছে।