কড়া নাড়ছে নির্বাচন, ভোট কর্মীদের প্রশিক্ষণ শিবির চালু হল বালুরঘাটে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভোটের দিন ঘোষণা হোক বা না হোক রাজ্যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোট কর্মীদের প্রশিক্ষন দেওয়া শুরু হল। শনিবার দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট শহরের মহাবিদ্যালয় কেন্দ্রে ও গার্লস কলেজ শুরু হয়ে গেল সরকারি কর্মীদের নির্বিঘ্নে ভোট পরিচালনা করার প্রশিক্ষন।
বালুরঘাট ব্লক সহ জেলার আটটি ব্লকের সরকারি দপ্তরের কর্মীদের নিয়ে চলা এই ভোট গ্রহন প্রশিক্ষন শিবির তিন দিন ধরে চলবে।
সকাল থেকেই এই প্রশিক্ষন নেওয়ার জন্য ওই কেন্দ্র দুটিতে সরকারি কর্মীদের লাইন পড়ে যায়। এবারের ভোট কোভিড বিধি মেনে করা হবে। তাই সেদিকে লক্ষ রেখেই এই প্রশিক্ষন শিবির গুলিতে যাবতীয় আয়োজন করেছে জেলা নির্বাচন দফতর।
পাশাপাশি জানা গেছে, এবারে করোনা পরিস্থিতির কারনে জেলায় অনান্যবারের থেকে ভোট গ্রহন কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি পাবে। ওই সব ভোট গ্রহন কেন্দ্র গুলিতে ভোট দিতে আসা ভোটারদের কোভিড বিধি মেনে লাইনে দাঁড়িয়ে হাত স্যানিটাইজেশন করতে হবে।
বিজেপি করার অপরাধ, সংখ্যালঘু কর্মীর পুকুরে বিষ ছড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
তারপর নিবার্চন দফতর থেকে তাদের গ্লাভস দেওয়া হবে। সেই গ্লাভস পড়ে ভোট গ্রহন কেন্দ্রে ঢুকে ইভিএমে তাদের পছন্দ মত প্রার্থীকে ভোট দেবেন তারা। এই প্রক্রিয়ার জন্য এবার যদিও ভোটার ও ভোট কর্মীদের দেরী হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এ জন্য যাতে কোনরুপ অপ্রিতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় ভোট গ্রহন কেন্দ্রগুলিতে তার প্রতি বিশেষ নজর রাখার কথা বলা হবে বলে জানিয়েছেন প্রশিক্ষন কেন্দ্রের এক আধিকারিক।