এনপিআর প্রশ্নপত্রে দিতে হবে পিতা মাতার জন্মের তারিখ, প্রতিবাদ বিরোধী রাজ্যের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চলতি বছরের এপিল মাস থেকেই এনপিআরের কাজ শুরু করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তার আগে শুক্রবার এনপিআর এর নিয়ে দিল্লিতে সমস্ত রাজ্যকে নিয়ে বৈঠক ডাকে স্বরাষ্ট্রমন্ত্রক।

বৈঠকে সমস্ত রাজ্য উপস্থিত হলেও উপস্থিত ছিল না পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব এ কে ভাল্লার ডাকা এনপিআর বৈঠকে তুলে ধরা হয় এনপিআর এর নিয়মাবলী। কিন্তু নিয়মাবলীতে থাকা কিছু প্রশ্নের বিরোধিতা করতে শুরু করেছে বিরোধীরা।

এনপিআর ফর্মের ১৩ নম্বরের দ্বিতীয় প্রশ্ন নিয়ে বিরোধিতা করতে শুরু করেছেন বিরোধীরা। যেখানে পিতা ও মাতার জন্মের তারিখ সহ একাধিক তথ্যের অনুসন্ধান করা হয়েছে।

বৈঠকের পর রাজস্থানের মুখ্যসচিব ডিবি গুপ্তা জানিয়েছেন, বাবা মায়ের জন্ম তারিখ জানতে চাওয়ার বিষয়টিকে সমর্থন করছেন না তাঁরা। তাঁর বক্তব্য, “ভারতবর্ষের বহু মানুষ নিজেদের জন্মতারিখ মনে রাখতে পারেন না। তাহলে নিজেদের মাতা পিতার জন্ম তারিখ কিভাবে মনে রাখবে?”

আরও পড়ুনঃ নির্ভয়াকাণ্ডে দোষী মুকেশ কুমারের প্রানভিক্ষার আর্জি খারিজ করলেন রাষ্ট্রপতি

শুরু থেকেই এনপিআরের বিরোধিতা করে এসেছেন পশ্চিমবঙ্গ এবং কেরলের মুখ্যমন্ত্রী। এনপিআরের প্রতিবাদে সরব হয়ে এদিন দিল্লির বৈঠকে কোনও প্রতিনিধিকে পাঠায়নি বাংলা। যদিও শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন বাংলা বাদে কেরল সহ সমস্ত রাজ্যের প্রতিনিধিরা।

এনপিআরের তথ্য সংগ্রহের প্রক্রিয়ার ১৩(২) নম্বর নিয়ে প্রথমে প্রশ্ন তোলে ওড়িষ্যা। এরপর একে বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। যদিও এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রক আধিকারিকদের নিখুঁত ব্যাখায় সন্তুষ্ট হয়েছে রাজ্যের প্রতিনিধিরা।

যদিও রাজ্যের তরফে জানানো হয়েছে, ২০১০ এবং ২০১৫ সালের জাতীয় জনসংখ্যা নিবন্ধন অনুযায়ী পরিবারের সকলের তথ্য সংগ্রহ করা হত, কিন্তু আলাদা করে এই প্রশ্ন জিজ্ঞাসা করা হত না।

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, যদি কোনও ব্যক্তি ওই প্রশ্নের উত্তর দিতে না চান, নাও দিতে পারেন। বিরোধী রাজ্যের এক প্রতিনিধির তরফে জানানো হয়েছে, এনপিআরের প্রক্রিয়ার জন্য এদিনের বৈঠক ফলপ্রসূ হয়েছে।

যদিও রাজ্যের তরফে নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এনপিআরের কাজ শুরু হবে বলে জানিয়েছেন ওই প্রতিনিধি।

সম্পর্কিত পোস্ট