মোদীর নেতৃত্বে বাংলার থেকে এগিয়ে ত্রিপুরা, পশ্চিমবঙ্গে চলছে চালচোর সরকার- বারাসাতের জনসভা থেকে মন্তব্য বিপ্লব দেবের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। তাই এরাজ্যে এখন বিজেপির চাঁদের হাট। প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীরা এখন এরাজ্যের মাটিতে দাঁড়িয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নিতে উত্তর ২৪ পরগণায় হাজির ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

বারাসাতে রথতলার মাঠে এদিন জনসভা করেন তিনি। সরাসরি বাংলা আর ত্রিপুরার মধ্যে উন্নয়নের তুলনা টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দশ মিনিটি বিতর্কে বসার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তাঁর দাবী গত পাঁচ বছরে ত্রিপুরা বাংলার থেকে বেশী এগিয়ে।

তিনি বলেন এরাজ্যে মোদী লেহের চলছে। যে পরিবর্তনের জোয়ার ত্রিপুরায় দেখা গিয়েছিল ৩ বছর আগে, তার থেকে বেশী ঢেউ রয়েছে এরাজ্যে। বাংলার সরকারের পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা।

ত্রিপুরায় ক্ষমতায় থাকা বাম সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ত্রিপুরায় বাম জামানার পতন ঘটানোর অন্যতম কারিগর মোদী। ত্রিপুরায় মানুষ এখন কোন সমস্যায় নেই। তারা শান্তিতে রয়েছে। সেখানে বেড়েছে মানুষের রোজগার। রয়েছে এক দেশ এক রেশন কার্ডের ব্যবস্থা।

Let IGP Kashmir do his duty, I will do mine, says Mehbooba Mufti after re-elected as PDP chief

এদিন রেশন ব্যবস্থা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। চালচোর বলে মুখ্যমন্ত্রীকে তোপ দেগে তিনি বলেন, গরীব মানুষের রেশন চুরি করেছে তৃণমূলের ক্যাডাররা। নেই চাকরী, নেই শিল্প সংস্থান। পশ্চিমবঙ্গ এখন সার্বিকভাবে ত্রিপুরার চেয়ে পিছিয়ে। যারা বিজেপিকে আক্রমণ করছে এদিন তাঁদের ছাড়া হবে না বলে হুঙ্কার দেন বিপ্লব দেবের।

তাঁর দাবি, ত্রিপুরায় ৭৪ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে। আর বাংলায় ৫২ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে। ত্রিপুরায় সপ্তম পে কমিশন লাগু হয়েছে। আর বাংলায় তা হয়নি। ত্রিপুরায় ১০০ শতাংশ আধার কার্ড ভিত্তিক ব্যবস্থা লাগু হয়েছে। তাই ত্রিপুরার রেশন ব্যবস্থায় চাল চুরি হয় না। গরীবদের জন্য আগরতলায় কেন্দ্রীয় প্রকল্পে আবাসন তৈরি হচ্ছে। আর এই রাজ্যে কৃষকরা রাজ্য সরকারের কারনে বঞ্চিত হচ্ছে।

প্রসঙ্গত, বিজেপির পরিবর্তন যাত্রায় উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার বনবনিয়া চৌমাথায় মঙ্গলবার যোগ দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। পরিবর্তন যাত্রার রথে চড়ে অশোকনগর থেকে হাবরা শহর পরিক্রমা করেন বিপ্লব দেব।

বিজেপির পরিবর্তনের যাত্রার রথ দেখার জন্য হাজার হাজার মানুষকে রাস্তার দু’ধারে দেখা যায়। পাশাপাশি রথকে স্বাগত জানাতে বিজেপি কর্মীরা ফুল দিয়ে সম্বর্ধনা জানান।

এদিনের রথ যাত্রায় বনবনিয়া চৌমাথা হয়ে হাবড়ার নেতাজি মূর্তি হয়ে যশোর রোড ধরে সোজা বারাসাতে এসে পৌঁছয়। বিপ্লব দেব ছাড়াও উত্তর ২৪ পরগনা জেলার বিজেপির সাংগঠনিক সভাপতি শংকর চ্যাটার্জি, বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় একাধিক নেতাকর্মী এদিন উপস্থিত ছিলেন। তবে রাস্তায় জনসমাগম থাকলেও রথতলার মাঠ ছিল প্রায় ফাঁকা।

সম্পর্কিত পোস্ট