রাহুল গান্ধী সংসদে থাকায় সুবিধা হয়েছে নরেন্দ্র মোদিরঃ রামচন্দ্র গুহ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুরু থেকেই মোদি সরকারের বিরোধিতায় সরব হয়েছেন ইতিহাসবীদ রামচন্দ্র গুহ। সম্প্রতি নাগরিকত্ব আইনের প্রতিবাদ করতে গিয়ে ব্যাঙ্গালুরুতে গ্রেফতার হয়েছিলেন ইতিহাসবীদ।
এবার সরাসরি তোপ দাগলেন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধির বিরুদ্ধে। রাহুলকে সংসদে এনে ভুল করেছে ওয়ানাডের মানুষ, মন্তব্য ইতিহাসবীদের। পাশপাশি দেশজুড়ে উগ্র হিন্দুত্ববাদী মাথাচাড়া দেওয়ার জন্য সোনিয়া গান্ধিকেই দুষলেন তিনি।
শুক্রবার কেরলের এক অনুষ্ঠানে যোগ দেন ইতিহাসবীদ রামচন্দ্র গুহ। সেখানেই গান্ধী পরিবারকে নিশানা করে তিনি বলেন, রাহুলের সঙ্গে আমার কোনও শত্রুতা নেই। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির তুলনায় রাহুলকে অনেকটাই ফিকে মনে হয়েছে। ভারতের মানুষ পরিবারতন্ত্রের আর কাউকে চায় না। যদিও আবারও মানুষ রাহুলকে নির্বাচিত করে, সেক্ষেত্রে নরেন্দ্র মোদি অনেকটা সুবিধা লাভ করবে।
আরও পড়ুনঃ এনপিআর প্রশ্নপত্রে দিতে হবে পিতা মাতার জন্মের তারিখ, প্রতিবাদ বিরোধী রাজ্যের
২০১৯ এর লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের আমেঠি এবং কেরলের ওয়ানাড থেকে প্রার্থীপদে নির্বাচিত হয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কিন্তু আমেঠি থেকে হেরে গেলেও ওয়ানাড থেকে জয়লাভ করেন তিনি।
এদিন কেরালের মানুষের উদ্দেশ্যে ইতিহাসবীদ বলেন, ভারতের জন্য কেরালার মানুষের অবদান অনস্বীকার্য। কিন্তু রাহুল গান্ধিকে ফের সংসদের নিয়ে গিয়ে সবচেয়ে ভুল করেছেন আপনারা।
স্বভাবতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতা করে এসেছেন এই রামচন্দ্র গুহ। কিন্তু শুক্রবার পাল্টে গেল সেই সুর। তিনি বলেন, নরেন্দ্র মোদির সবচেয়ে সুবিধা হল তিনি রাহুল গান্ধীর মত নন।
প্রধানমন্ত্রী পদের জন্য নিজেকেই উপযুক্ত করেছেন তিনি। তিনি প্রায় ১৫ বছর গুজরাটের প্রধানমন্ত্রী ছিলেন। রাজ্য চালানোর জন্য তাঁর দক্ষতা রয়েছে। কিন্তু রাহুল গান্ধীর কাছে সেই দক্ষতা থাকা সত্বেও বিদেশে সময় কাটিয়ে তিনি সেই সময় ব্যয় করছেন।
গান্ধীর পরিবার বুঝতেই পারছে না ভারত আগের থেকে অনেক বেশী গণতান্ত্রিক হচ্ছে এবং কংগ্রেস নেতারা আপনাকে ভুল বোঝানোর চেষ্টা করছে। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর উদ্দেশ্যে মন্তব্য ইতিহাসবীদের। আপনাকে বলা হচ্ছে এখনও আপনি বাদশা। যা একেবারেই ভুল।
প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর পর তাঁর সাত প্রজন্ম ভারতে বাস করছে। কিন্তু এখনও নেহেরু নিয়েই বিতর্ক চলছে। প্রতিবার নেহেরুকে কেন উৎসাহিত করা হচ্ছে প্রশ্ন তোলেন তিনি। পাশপাশি নেহেরুকে কটাক্ষ করে মোদি সরকারের মন্তব্যকে ঘিরে ইতিহাসবীদ বলেন, সবস্ময় নরেন্দ্র মোদি কেন বলেন কাশ্মীরে নেহেরু এটা করেছে, চিনের সঙ্গে নেহেরু এটা করেছে, তিন তালাক নিয়ে নেহেরু এটা করেছে? কারণ রাহুল গান্ধীকে উদ্দেশ্য করেই এটা বলা হচ্ছে। যদি রাহুল গান্ধী না থাকে তবে মোদি সরকারের কাছে বলার কোনও রাস্তা থাকবে না। তখন নিজের জালে নিজেকেই ধরা দিতে হবে। সমস্ত গাফিলতির কথা উঠে আসবে।
ইতিহাসবীদের মন্তব্যের পরেই আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রীতিমতো নড়েচড়ে বসেছেন বিরোধীরা।