ছত্রধরের স্মৃতি উস্কে স্কুটিতে সওয়ার মমতা- চালক ফিরহাদ, প্রতিবাদের বিষয় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের বাড়ল জ্বালানির দাম। বুধবার রাত থেকেই সিলিন্ডারের দাম ২৫ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। শুধু ফেব্রুয়ারি মাসে তিনবারে মোট ১০০ টাকা বাড়ল গ্যাসের দাম। স্বাভাবিকভাবেই লাগাতার জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে মাথায় হাত আমজনতার।

এই মুহূর্তে নির্বাচনকে কেন্দ্র করে একাধিক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আক্রমণ জানিয়েছেন কেন্দ্রীয় সরকারকে। এবার অভিনব প্রতিবাদে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার বেলায় হাজরা মোড় থেকে ইলেকট্রিক স্কুটি চেপে নবান্নে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চালকের আসনে ছিলেন রাজ্যের পুরো ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। সওয়ারি খোদ মুখ্যমন্ত্রী।

নবান্নে পৌঁছে মুখ্যমন্ত্রী জানালেন সাংবাদিকদের উদ্দেশ্যে আজ তিনি নবান্ন থেকে কালীঘাটে ফিরবেন ইলেকট্রিক স্কুটিতেই। বেলাগাম মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নজিরবিহীন প্রতিবাদকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল।

কয়লাকাণ্ডে ‘শান্তিনিকেতন’ –এ সিবিআই হানা নিয়ে ঠাকুরনগরে মুখ খুলবেন অভিষেক?

একদিকে আজ যখন একগুচ্ছ কর্মসূচি নিয়ে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিবাদ কার্যত ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার বার্তা বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

তবে মুখ্যমন্ত্রীর এই স্কুটার চোরে প্রতিবাদকে ‘বাজার গরম করা’ বলে মনে করছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছিলেন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি কমাতে অবিলম্বে জিএসটি-র আওতাভুক্ত করা হোক। রাজ্যর অর্থমন্ত্রী অমিত মিত্র জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান। কেন তিনি এখনো পর্যন্ত বৈঠক ডেকে পেট্রোপণ্যের জিএসটির আওতাভুক্ত করলেন না?

বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিবাদকে অভিনব বলতে নারাজ। তাঁর মতে দেশজুড়ে যেভাবে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে প্রতিবাদ করাটাই স্বাভাবিক। তিনি মুখ্যমন্ত্রীর প্রতিবাদের বিষয়টি সমর্থন জানালেও শাসকদলকে খোঁচা দিয়ে মনে করিয়ে দিয়েছেন ছত্রধর মাহাতোর স্কুটিতে চড়ে মমতা বন্দ্যোপাধ্যায় সফর।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর কথায় স্কুটিতে চেপে নবান্নে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী নাটক। একটি রাজ্য সরকার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি কমাতে কত টাকা কমাতে পারে, সেটা উনি নিজেও ভালো করে জানেন। এক টাকা কমিয়ে ভালো সাজার চেষ্টা করছেন উনি। রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নাটকে কোনোভাবেই সমর্থন করবে না।

প্রসঙ্গত বুধবার রাত থেকে শহরে এলপিজি গ্যাসের দাম হয়েছে সিলিন্ডার পিছু ৮২০ টাকা ৫০ পয়সা। ৫ কেজি সিলিন্ডারের দাম হয়েছে ৩০২ টাকা ৫০ পয়সা। ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১হাজার ৫৮৪ টাকা।

সম্পর্কিত পোস্ট