অবাধ ও নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া সম্পন্নে ৬ থেকে ৮ দফায় নির্বাচন , খবর কমিশন সূত্রে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বাংলায় রাজনৈতিক উত্তেজনার কথা মাথায় রেখে অবাধ ও নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া সম্পন্নে ৬ থেকে ৮ দফায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এপ্রিলের প্রথম সপ্তাহে প্রথম দফার ভোট নেওয়া হবে। শেষ দফার ভোট নেওয়া মে মাসের মাঝামাঝি সময়ে।
তবে বাংলায় সর্বোচ্চ ৮ দফায় ভোট নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও তামিলনাডু ও পুদুচেরিতে এক দফায়, অসমে দুই থেকে তিন দফায় এবং কেরলে দু’দফায় ভোট নেওয়ার পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
বুধবার দিল্লিতে নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বে কমিশনের উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঁচ রাজ্যে অবশ্য একই দিনে ভোট গণনা হবে।
উল্লেখ্য, যে পাঁচ রাজ্যে ভোট হতে চলেছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে ৩০ মে। পরের দিন অর্থাৎ ৩১ মে অসম বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তামিলনাডু ও কেরল বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে পর্যায়ক্রমে ২৪ মে ও ১ জুন। আর সদ্য রাষ্ট্রপতি শাসন জারি হওয়া পুদুচেরির মেয়াদ শেষ হচ্ছে ৮ জুন।
পাঁচ রাজ্যের বিধানসভা ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই আগাম কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে বাংলায় ইতিমধ্যেই পা রেখেছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আরও ১১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটের আগেই পৌঁছবে। অসমে ৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাঁচ রাজ্যে ভোটের আগে ২৫০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। তবে অবাধ ভোটের জন্য পর্যাপ্ত পরিমাণ আধা সামরিক বাহিনী দিতে পারছে না স্বরাষ্ট্রমন্ত্রক। তাই ফের বিভিন্ন রাজ্যের পুলিশকেও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর তকমা দিয়ে বিভিন্ন রাজ্যে পাঠানো হবে।
Communal Harmony: Muslims perform last rites of Sikh man in Kulgam
কমিশন সূত্রে জানা গিয়েছে, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বুথের সংখ্যা যেমন বাড়ানো হচ্ছে তেমনই বেশ কিছু এলাকায় ভোটগ্রহণের সময়ও বাড়ানোর বিষয়টি চিন্তাভাবনা করা হচ্ছে।
পাঁচ রাজ্যে ভোটের প্রস্তুতি শেষ বারের মতো খতিয়ে দেখতে কমিশনের শীর্ষ আধিকারিকরা চলতি সপ্তাহেই বিভিন্ন রাজ্যে যাচ্ছেন। প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্তাদের পাশাপাশি জেলাশাসক ও পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করবেন।
এদিন মধ্যাহ্নভোজনের পরে কেন্দ্রীয় রাজস্ব, শুল্ক ও আয়কর আধিকারিকদের পাশাপাশি পাঁচ রাজ্যের শুল্ক আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো বৈঠক করেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। ভোটের সময়ে কালো টাকা ও বেআইনি মদের ব্যবসার উপরে বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।