নীরব মোদিকে ভারতে প্রত্যপর্ণ করা যেতে পারে, মনে করছে ব্রিটেন আদালত
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৪ হাজার কোটি টাকা ঋণখেলাপে অভিযুক্ত হীরে ব্যবসায়ী নীরব মোদিকে ভারতে প্রত্যপর্ণের নির্দেশ লন্ডনের আদালতের। বৃহস্পতিবার ওয়েস্টমিনস্টার ম্যাজিটে আদালতে দক্ষিণ পশ্চিম লন্ডনের একটি কারাগার থেকে ভিডিও কলের মাধ্যমে হাজিরা দেন তিনি।
বিচারপতি স্যামুয়েল গুজ জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে বেশ কিছু মামলা বিচার্য বিষয়। আমি সন্তুষ্ট যে তাঁর দোষী সাব্যস্ত হওয়ার প্রমাণ রয়েছে। ভারতে হস্তান্তর মানবধিকারের নিয়ম মেনে হচ্ছে বলে জানিয়েছেন বিচারপতি।
যদিও নীরবের আইনজীবী ক্লেয়ার মন্টগোমেরি জানিয়েছেন, ভারতে সমস্ত বিষয়ে রাজনীতি জুড়ে দেওয়া হয়। একইসঙ্গে সিবিআই এবং ইডির নিন্দা করেন তিনি। চিকিৎসা এবং যে কোনও পরিষেবার জন্য জেলগুলির অবস্থা অনুপযুক্ত বলে দাবী নীরবের আইনজীবীর।
একইসঙ্গে বিচারপতি স্যামুয়েল গুজ আরও বলেন, মুম্বইয়ের আর্থার রোড জেলে পর্যাপ্ত চিকিৎসা এবং মানসিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে নীরব মোদিকে। ভারতে গেলে ন্যায়বিচার পাবেন না। এমন কোনও তথ্য নেই। দাবী বিচারপতির।
আরও পড়ুনঃ ফের কোকেনকাণ্ডে রাকেশ সিংয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পামেলার
এদিন আদালতের রায় নীরব মোদির ভারতে প্রত্যপর্ণের বিষয়ে আরও একধাপ এগিয়ে গেলেও পুরো বিষয়টিতে আরও সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে। বিচারপতির রায়ের পরেই নীরব মোদিকে ভারতে প্রত্যপর্ণের জন্য একটি কপি ব্রিটেনের স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেলের কাছে পাঠানো হবে।
যদিও রায়ের ওপর নির্ভর করছে পুরো বিষয়টি। বিপক্ষে রায় গেলে হাইকোর্টে আবেদনের সুযোগ পাবেন নীরব। পক্ষে গেলে হাইকোর্টের দ্বারস্থ হতে পারে ভারত সরকার।
২০১৯ সালের ২৯ মার্চ নীরব মোদিকে গ্রেফতার করা হয় লন্ডনের একটি মেট্রো স্টেশন থেকে। এরপরেই জামিনের জন্য একাধিকবার আবেদন করেন নীরব। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। একইসঙ্গে দু’দফায় মামলা করে সিবিআই এবং ইডি।
ইতিমধ্যেই নীরব মোদির ১৮৭৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। যার বেশীরভাগ রয়েছে হংকং, সুইজারল্যান্ড, ব্রিটেন, আমেরিকা, সিঙ্গাপুর সহ একাধিক দেশে।