বিজেপি ক্ষমতায় এলে বাংলায় এক দফায় নির্বাচন হবে, বালুরঘাটের চা-চক্র থেকে মন্তব্য দিলীপ ঘোষের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার নির্বাচন কমিশনের তরফে পাঁচ রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে হবে ৮ দফায় হবে নির্বাচন। যা নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই পাল্টা আজ বালুরঘাটের চা-চক্র থেকে জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তিনি বলেন কমিশন ৮ দফা ভোটের ঘোষণা করায় সুবিধে হবে আমজনতার। তিনি বলেন বিজেপি বারবার সুরক্ষার দাবি জানিয়ে এসেছিল। একইসঙ্গে জানিয়েছিল নির্বাচন যেন বেশি দফায় হয়। যাতে মানুষ নির্ভয় বাড়ি থেকে বেরিয়ে নিজের ভোট দিতে পারে। গত পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছেন হয়তো।

তাঁর মতে বিজেপি বাংলায় এলে রাজ্যের সুনাম ফিরিয়ে আনবে। চেষ্টা করবে এক দফা নির্বাচনের। যদি কাশ্মীর ও বিহারে নির্বিঘ্নে বিজেপি ভোট করাতে পারে তবে ক্ষমতায় এলে বাংলায় কেন করাতে পারবে না?

একই সঙ্গে তাঁর অভিযোগ এ রাজ্যের পুলিশ শাসক দলের নেতাদের বাড়ি বাড়ি পাহারা দেয়। থানায় গেলে পুলিশকে খুঁজে পাওয়া যায় না। এসব অবিলম্বে বন্ধ করতে হবে। অসুরক্ষিত ভয়ের পরিবেশ থেকে বাংলাকে মুক্ত করে সুশাসনে ফিরিয়ে আনাই একমাত্র উদ্দেশ্য ভারতীয় জনতা পার্টির।

গোষ্ঠীদ্বন্দ্বের জের, সরিয়ে দেওয়া হল পুর্ব বর্ধমান বিজেপির জেলা সভাপতিকে

এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অঘোষিত চা-চক্রে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সহ জেলা বিজেপির অন্যান্য নেতৃত্বরা। প্রথমে চার পাঁচ জন নিয়ে এই কর্মসূচি শুরু হলেও পরে সেখানে এসে প্রায় শ’খানেক মানুষ জড়ো হন। বিভিন্ন বিষয় নিয়ে দিলীপ ঘোষের সঙ্গে কথোপকথন করেন তারা।

অন্যদিকে আজ বালুরঘাট থেকে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হয়ে তপন হয়ে মালদায় প্রবেশ করবে। সেখানে উপস্থিতি হওয়ার কথা দিলীপ ঘোষ সহ রাজ্য ও জেলা নেতৃত্বের। মালদাতে তিনদিন পরিবর্তন যাত্রা চলবে। আগামী ২ মার্চ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিবর্তন যাত্রার সমাপ্তি ঘোষণা করবেন। আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

সম্পর্কিত পোস্ট