নিজের ভাগের কড়ি না জেনে ভাগ দেবো কি করে?- অধীর রঞ্জন চৌধুরী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হলেও জট কাটেনি জোটের। তবে বামেদের সঙ্গে আসনরফা হওয়ার পরেই ব্রিগেডে বক্তব্য রাখলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আব্বাস সিদ্দিকি। কিন্তু কংগ্রেসের সঙ্গে আলোচনা এখনও অবধি না এগানোয় মঞ্চ থেকেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন আব্বাস।
তিনি বলেন, “আমাদের পক্ষ থেকে দরজা খোলা আছে। আমরা চাই মানুষের স্বার্থে দ্রুত একটা সমাধানের রাস্তা বের করতে”। যদিও কংগ্রেস হাইকম্যান্ড যে জোটের বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন তাও জানালেন আব্বাস। যদিও রাজ্য নেতৃত্বের জন্য বিষয়টি আটকে রয়েছে বলে দাবী করেন তিনি।
পাল্টা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, আব্বাসের সঙ্গে আলোচনা হয়নি। আলোচনা হয়েছে বামেদের সঙ্গে। শনিবার আলোচনার পর বামেদের সঙ্গে সোমবারেও আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। এর মাঝে পীরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে আলোচনা হয়নি বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ জনপ্লাবনে ভাসল ব্রিগেড
তিনি আরও বলেন, আইএসএফের সঙ্গে আলোচনার জন্য বিরোধী দলনেতা আবদুল মান্নানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। বামেদের সঙ্গে আলোচনার পরেই ইন্ডিয়ান সেকুলার ফন্ট্রের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। বামেদের সঙ্গে আসনরফা নিয়ে আলোচনা এখনও অসম্পূর্ণ বলে দাবী করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
এর আগে আব্বাস নিজেই জানিয়েছিলেন, দ্রুত আলোচনার সমাধান না হলে জোট থেকে সরে দাঁড়াতে পারেন তিনি। যদিও নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার পরেও এখনও আব্বাসের কথায় দরজা খোলা রয়েছে।
কিন্তু নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার পরেও যদি আসনরফা নিয়ে আলোচনা সমাপ্ত না হয় সেক্ষেত্রে তিন দলের জন্যেই অস্বস্তির কারণ হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।