স্লগ ওভারে সেলিম, ম্যান অফ দ্য ম্যাচ তিনিই মত কর্মী সমর্থকদের

শুভজিৎ চক্রবর্তী

স্লগ ওভারে এমন কোনও ব্যাটসম্যানকে সেট করা হয় যার খেলা দেখার জন্য অধীর আগ্রহে বসে দর্শকরা। রবিবার ব্রিগেডের ময়দানে প্রথম ব্যাট করলেন সংযুক্ত মোর্চার নেতৃত্ব। স্লগ ওভারে বামেদের দুই বক্তা মহম্মদ সেলিম এবং দেবলিনা হেমব্রম। তবে তিনি বললেন খেলা হবে না। বরং মুষ্টিবদ্ধ হাতে দীপ্ত কন্ঠে বললেন লড়াই হবে।

সকাল থেকে যে উত্তাপ নিয়ে কর্মী সমর্থকরা জড়ো হয়েছিলেন তা কমতে শুরু করেছে। বসন্তের বিকেলে গা ঘামাচ্ছে গোটা শহর। আর তখন সারা রাজ্যের নজর ব্রিগেডের দিকে। সিপি(আই)এমের পলিটব্যুরোর সদস্যের কথায়, ক্ষমতায় এলে যারা লুঠ করেছে, তাঁদের বাড়ি ‘শান্তিনিকেতন’ নিলাম করব।

একইসঙ্গে ব্রিগেড সমাবেশে সমবেত মানুষের উদ্দেশ্যে বার্তা প্রত্যেক বছর এসএসসি হবে। টেটের পরীক্ষা হবে। পিএসসিতে দুর্নীতি হবে না। মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হবে। শুধু ব্রিগেডে নয়, লড়াইটা বুথে নিয়ে যেতে হবে। বুথগুলোতে ভুত আছে। এবার সেই ভুত তাড়াতে হবে। ব্রিগেডে উত্তাপ বুথে পৌঁছে আরও বাড়াতে হবে। এমন তাপ বাড়াতে হবে তৃণমূল গলে জল হলেও, বিজেপি বাষ্প হয়ে যাবে।

সরাসরি বিজেপি এবং তৃণমূলকে আক্রমণ করে সেলিমের মন্তব্য, গত ১০ বছরে এরাজ্যে তৃণমূল শিল্প আনতে পারেনি। বিজেপিও ছয় বছরে রাজ্যে কোনও বিনিয়োগ আনতে পারেনি। পরিবরর্তে আর কি কি বিক্রি করা যায়? সেই সমস্ত কিছু খুঁজছে।

সচরাচর বামেদের মঞ্চে সেলিমকে ঘিরে মানুষের মধ্যে উন্মাদনা থাকে চরমে। এদিনের ব্রিগেডের ময়দানেও দেখা গেল সেই উন্মাদনা।

সম্পর্কিত পোস্ট