সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে বৈঠকে বিজেপি, টিকিট নাও পেতে পারেন বৈশালী-প্রবীর-রথীন !
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে আজই ২৯৪ টি আসনের মধ্যে প্রায় ৭০ শতাংশ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে চলেছে তৃণমূল কংগ্রেস। মূলত সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক দলগুলি।
পিছিয়ে নেই বিজেপিও। বঙ্গ বিজেপি-র তরফে ইতিমধ্যেই প্রথম পর্যায়ে ১৩০ টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে বলে জানা গিয়েছে। পরবর্তী পর্যায়ে ১৬৪ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। সেই মোতাবেক প্রথম ১৩০ জনের খসড়া প্রার্থী তালিকা দিল্লীতে পাঠানো হয়ে গিয়েছে।
আজকেই কলকাতার একটি পাঁচতারা হোটেলে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে বৈঠকে বসেছেন রাজ্য নেতৃত্বরা। বৈঠকে রয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য ভূপেন্দ্র যাদব। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া নিয়েই মূলত বৈঠক বলে খবর। রয়েছেন জ্যোতির্ময় মাহাত, সুভাষ সরকার, দিলীপ ঘোষ সহ অন্যান্যরা।
বিজেপির অন্দরমহল সূত্রে জানা যাচ্ছে একেকটি ক্ষেত্রে একাধিক নাম উঠে এসেছে সেই তালিকায়। যা নিয়ে তুমুল বিড়ম্বনা তৈরি হয়েছে বঙ্গ বিজেপি-র অন্দরে।
রাজনৈতিক মহলের মতে বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাইকে কেন্দ্র করে আদি বনাম নব্য বিজেপির লড়াই প্রকট হতে পারে। সেক্ষেত্রে বিজেপির শীর্ষ নেতৃত্বকে যথেষ্ট সাবধানী হয়েই এই প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে।
অদ্ভুত চিত্রনাট্য! মমতার সঙ্গে বৈঠকে লালু পুত্র
রাজ্য বিজেপি তরফে ইতিমধ্যে আরো একটি তথ্য সামনে এসেছে। সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল এবং হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। অনেকেই দাবি করেছিলেন রাজনৈতিক দল পরিবর্তন করে তারা পুরনো কেন্দ্র থেকেই ২০২১ এর বিধানসভা নির্বাচনে লড়াই করবেন। এখানেই বাধা।
বিশ্বস্ত সূত্র মারফত জানা গিয়েছে এদের তিনজনকেই টিকিট দেওয়া হচ্ছেনা একুশের নির্বাচনে। পরিবর্তে তাদের জায়গা দেওয়া হয়েছে বিজেপির রাজ্য কমিটিতে।
বালি এবং উত্তরপাড়ায় তৃণমূলের দাপট প্রথম থেকেই বেশি। সেক্ষেত্রে বৈশালী ডালমিয়া এবং প্রবীর ঘোষালের মত নেতৃত্বদের টিকিট দিলে ভরাডুবি হতে পারে বিজেপির।
একইসঙ্গে বৈশালী ডালমিয়া এবং প্রবীর ঘোষাল ও রথীন চক্রবর্তীকে নিয়ে দুটি ভাগে ভাগ হয়ে রয়েছে গেরুয়া শিবির। সেক্ষেত্রে বালি এবং উত্তরপাড়ার আসনে নতুন কোন মুখের কথা ভাবছে বিজেপি। তবে তারা কারা সে বিষয়ে এখনই কিছু জানা যায়নি।
বিজেপি সূত্রে জানা গিয়েছে হয়তো ৭ তারিখের আগেই প্রথম দফার ১৩০ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে যেতে পারে।
রাজনৈতিক মহলের মতে ২০২১ এর বিধানসভা নির্বাচন প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে চ্যালেঞ্জ। ক্ষমতা পুনর্দখলের লড়াই বনাম ক্ষমতায় আসার লড়াই ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে।
কংগ্রেসের এক নেতা মোদি এবং দিদির সঙ্গে সম্পর্ক রাখছেঃ আব্বাস সিদ্দিকি
তবে তৃণমূল বিজেপির লড়াইয়ের মাঝে বাম- কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জোটকে রাখতে নারাজ রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ এখনও পর্যন্ত জোটের ভবিষ্যত নিশ্চিত নয়।
হাতে আর মাত্র ২৬ দিন সময়। তারপরেই পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের লড়াই শুরু। কার কপালে শিকে ছিড়বে ২ মে ফলাফল প্রকাশের পর এই চূড়ান্ত হয়ে যাবে।