আলিপুরদুয়ারে সিএএ এর সমর্থনে মিছিল বিজেপির শ্রমিক সংগঠনের

যদিও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীকে দেখান বেশ কিছু সংগঠন বিরোধিতা করলেও সাধারণ মানুষ নতুন নাগরিকত্ব সংশোধনী আইনকে সমর্থন করছে।

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ। তারই মাঝে শনিবার আলিপুরদুয়ারে সিএএ এর সমর্থনে মিছিল করল ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন। এদিন গেরুয়া শিবিরের মিছিলে পা মেলালেন প্রায় পাঁচ হাজারের বেশী সমর্থক।

কিছুদিন আগেই কলকাতা বন্দরের দেড়শো বছর পুর্তি উপলক্ষে কলকাতায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রীর সফরের মাঝেই শহরজুড়ে প্রতিবাদ সরব হয় ছাত্র সংগঠনের পড়ুয়ারা।

যদিও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীকে দেখান বেশ কিছু সংগঠন বিরোধিতা করলেও সাধারণ মানুষ নতুন নাগরিকত্ব সংশোধনী আইনকে সমর্থন করছে।

আরও পড়ুনঃ সুলভ মূল্যে ধান কেনার বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

ইতিমধ্যেই সিএএ এর সমর্থনে জেলায় জেলায় মিছিল শুরু করেছে গেরুয়া শিবির।

শনিবার আলিপুরদুয়ারের মিছিলে প্রায় পাঁচ হাজারের বেশী সমর্থক ছিলেন বলে দাবী সংগঠনের।

এদিন আলিপুরদুয়ারের বক্সা ফরেস্ট রোডের উড়ালপুলের নীচে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপোর সামনে থেকে শুরু হয় মিছিল।

তারপর শহরের ভিতর দিয়ে আলিপুরদুয়ার টাউন রেল গেটের সামনে শেষ হয় মিছিল।

লোকসভা নির্বাচনে গোটা উত্তরবঙ্গের মত আলিপুরদুয়ারেও পদ্মের ঝড় দেখা যায়।

আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন বিজেপি প্রার্থী জন বার্লা।

লোকসভার পরেও আলিপুরদুয়ারে গেরুয়া অস্তিত্ব বজায় রয়েছে, তা প্রমাণ করে দিল এদিনের মিছিল।

এদিন সংগঠনের আলিপুরদুয়ার জেলা কমিটির সভাপতি দিব্যেন্দু ঘোষ বলেন, “সিএএ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। দীর্ঘদিন ধরে এই রাজ্যের উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হয়নি।

আমরা মানুষের মধ্যে থেকে বিভ্রান্তি দুর করতে মিছিলের আয়োজন করেছি।

এবিষয়ে বিজেটিএমইউ এর সাধারণ সম্পাদক রাহুল সাউ বলেন, “লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্র থেকে বিজেপির জয়ের পিছনে বিজেটিএমইউ এর অবদান রয়েছে।

তৃণমূলের কাটমানিকে ধ্বংস করতে আমরা সমস্ত শ্রমিকদের একজোট করতে চাই।

আমাদের সভাপতি বাবান ঘোষ বলেছেন, ‘নো চাঁদাগিরি,নো দাদাগিরি’। সেই পথেই হাঁটতে চাই আমরা”।

সম্পর্কিত পোস্ট