বুধবারই প্রকাশিত হবে তৃণমূলের চূড়ান্ত প্রার্থী তালিকা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলে ঊষা বুধে পা যথা ইচ্ছা তথা যা’। খনার বচনেই ভরসা রাখছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হচ্ছে না আজ। বুধেই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলে খবর।

এদিন প্রার্থী চূড়ান্ত করতে বৈঠক হয় কালীঘাটে। বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচনী কমিটির প্রধান তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে তৃণমূলের প্রার্থী কারা হতে চলেছেন তাদের নাম চূড়ান্ত হবে। তৃণমূল সূত্রের যা খবর, প্রার্থী তালিকা প্রকাশিত হতে পারে আগামী ৩ মার্চ অর্থাৎ বুধবার।

ইতিমধ্যেই প্রার্থী তালিকায় কারা কারা জায়গা পাবেন তা নিয়ে জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে। একাধিক তারকা প্রার্থী হতে পারেন বলে খবর। আবার হেভিওয়েটদের আসন বদলের সম্ভাবনা রয়েছে।

তৃণমূল সূত্রের খবর, এবার টিকিট নাও পেতে পারেন দুই রুপালি পর্দার তারকা দেবশ্রী রায়, চিরঞ্জিত। একইসঙ্গে টিকিট পাবেন না ৮০ বছরের উর্দ্ধের নেতৃত্বরাও। ফলে টিকিট পাচ্ছেন না জটু লাহিড়ী। তা স্পষ্ট।

“আমরা যখন তৃণমূলের হয়ে ভিন রাজ্যে প্রচার যেতাম, তখন বহিরাগত ছিলাম না?” – মমতাকে প্রশ্ন রাজীবের

মূলত স্বচ্ছতা দুর্নীতি মুক্ত ইমেজকে সামনে রেখেই প্রার্থী তালিকা তৈরি করতে তৎপর ভোট কুশলী প্রশান্ত কিশোর। দলের প্রার্থী তালিকা এবার মূলত নবীন মুখের আধিক্য দেখা যেতে পারে।

যুব সম্প্রদায়, মহিলা, দলিত মিলে বেশ কিছু চমক অপেক্ষা করছে এবারের প্রার্থী তালিকায়। তৃণমূল কংগ্রেস ভালোভাবেই জানে একুশের নির্বাচনে শুধুমাত্র উন্নয়নের ঘটিতে ভোট বৈতরণী পার করা যাবেনা।

বরং ভোট বৈতরণী উত্তরাতে প্রয়োজন পুরোদস্তুর লড়াই। এই লড়াইয়ে সব শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব চাইছেন মমতা। আর তাই আলাদা করে এদিনের নির্বাচন কমিটির বৈঠক বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

সম্পর্কিত পোস্ট