জেল থেকে বেরিয়ে নির্যাতিতার বাবাকে গুলি করে খুন, ফের নিরাপত্তার প্রশ্নে হাথরাস

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ যৌন হেনস্থার অভিযোগে দুই বছর আগে গ্রেফতার গৌরব শর্মা নামের ব্যক্তি। জামিন পেয়েই নির্যাতিতার বাবাকে গুলি করে খুন করলেন তিনি। সোমবার উত্তরপ্রদেশে হাথরাসের ঘটনায় প্রশ্ন উঠছে নারী নিরাপত্তা নিয়ে।

পুলিশ সূত্রের খবর, ২০১৮ সালে এক তরুণীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হন গৌরব শর্মা। কিছুদিন জেলে থাকার পর জামিন পান গৌরব। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই দুই পরিবারের মধ্যে বিবাদ লেগেই ছিল।

সোমবার বিকেলে বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরাট বচসা বাধে। অভিযোগ, তরুণীর বাবাকে গুলি করে গৌরব। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েই মৃত্যু হয় তাঁর।

ঘটনায় গৌরবের পরিবারের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গৌরব সহ পরিবারের অন্যান্য সদস্যদের খোঁজ শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ জোটকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে বিজেপিকে সুবিধে করে দেওয়া হচ্ছে, আনন্দ শর্মাকে কড়া জবাব অধীরের

তরুণী জানিয়েছেন, তাঁর বাবাকে খুন করতেই গ্রামে এসেছিল গৌরব। সঙ্গে আরও ৬ থেকে ৭ জন ছিল। এর আগেও তরুণীকে যৌন হেনস্থা করে গৌরব। তরুণীর সাফ বক্তব্য, গৌরব তাঁর বাবাকে গুলি করেছে । এর বিচার চাইছেন তিনি।

জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, গৌরবের বিরুদ্ধে ২০১৮ সালে অভিযোগ দায়ের করেন তরুণীর বাবা। পুলিশ গ্রেফতার করার পর সশ্রম কারাদণ্ড হয় গৌরবের। পরে জামিনে ছাড়া পান গৌরব। কিন্তু দুই পরিবারের মধ্যে শত্রুতা বেড়েই চলেছিল।

সোমবার অভিযুক্তের স্ত্রী এবং কাকিমা স্থানীয় একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেখানে দুই পরিবারের মধ্যে বচসা চরমে পৌঁছায়। সেখানেই তরুণীর বাবাকে লক্ষ্য করে গুলি চালান গৌরব। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় তার।

এর আগেও একাধিকবার যোগী রাজ্যে যৌন নির্যাতনের কারণে উঠে আসে হাথরাসের নাম। গত বছরেই বছর ২০ এর এক দলিত তরুণীকে ধর্ষণ এবং হত্যার ঘটনায় সারা দেশ সহ আন্তর্জাতিক মহলে আলোচনা হয় বিস্তর। সোমবারের ঘটনা ফের একবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।

সম্পর্কিত পোস্ট