জট কাটাতে মঙ্গলবার দফায় দফায় বৈঠকে ‘সংযুক্ত মোর্চা’
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জোটের জট কাটাতে আলিমুদ্দিনে বৈঠকে বসেছে বাম এবং কংগ্রেস। উপস্থিত রয়েছেন আইএসএফের প্রতিষ্ঠাতা সদস্য আব্বাস সিদ্দিকির ভাই নওসাদ সিদ্দিকি।
সূত্রের খবর, প্রথম দয়ার নির্বাচনের কথা মাথায় রেখে মঙ্গলবার বেশ কয়েক দফায় বৈঠক করবেন বাম এবং কংগ্রেস নেতৃত্ব। বৈঠকে যেমন কংগ্রেসের তরফে উপস্থিত রয়েছেন প্রদীপ ভট্টাচার্য, আবদুল মান্নানরা। অন্যদিকে বৈঠকে রয়েছেন বিমান বসু, মহম্মদ সেলিম সহ একাধিক নেতৃত্ব।
কংগ্রেসের সঙ্গে বৈঠকের পর নিজেদের মেলা আসনগুলি আলোচনায় বসবেন বাম নেতৃত্ব। এমনকি এদিনেই প্রয়োজনে ত্রিপাক্ষিক বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বুধবারের মধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে সংযুক্ত মোর্চা।
আরও পড়ুনঃ জোটকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে বিজেপিকে সুবিধে করে দেওয়া হচ্ছে, আনন্দ শর্মাকে কড়া জবাব অধীরের
এর আগে সোমবার বিধানভবনে বৈঠকে বসে বাম এবং কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, নির্বাচনে লড়াইয়ের জন্য ৯২ টি আসন সুরক্ষিত করেছেন তাঁরা। কিন্তু নির্বাচনে আইএসএফের জন্য কতগুলি আসন তাঁরা ছাড়ছেন সেবিষয়ে এখনও অবধি জট কাটেনি।
অন্যদিকে প্রথম দফার মনোনয়ন পেশের সময়সীমা শেষ হতে বাকি রয়েছে আর মাত্র এক সপ্তাহ। এরই মধ্যে আলোচনায় বসে বুধবারের মধ্যেই সমস্ত কিছু স্থির করতে চাইছে সংযুক্ত মোর্চা।
অন্যদিকে আইএসএফ সূত্রে খবর, বামেদের সঙ্গে ৩০ টি আসনে সমঝোতার পর মুর্শিদাবাদ এবং মালদহ থেকে আরও তিনটি আসনের দাবী করছেন তাঁরা। যদি কংগ্রেসের তরফে তা মেনে নেওয়া হয় সেক্ষেত্রে জট কাটিয়ে নির্বাচনী ময়দানে একজোটে লড়বে তিন দল।
এমনিতেই মুর্শিদাবাদ এবং মালদহ কংগ্রেসের গড় বলেই পরিচিত। সেখান থেকে দাঁড়িয়ে আইএসএফের জন্য তাঁরা আসন ছাড়বেন কিনা? সেবিষয়েই এদিন আলোচনা হতে চলেছে ত্রিপাক্ষিক বৈঠকে।