করোনা সংক্রান্ত দস্তাবেজে প্রধানমন্ত্রীর ছবি নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশজুড়ে জোর কদমে করোনাভাইরাস রুখতে টিকাকরণ কর্মসূচি চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাধারণ মানুষের মধ্যে এই টিকাকরণ সম্পর্কে উৎসাহ বাড়াতে নিজে এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। কিন্তু এসবের মাঝেই এই টিকাকরণ কর্মসূচি নিয়ে নতুন করে প্রশ্ন উঠে গেল।
বিশেষ করে পশ্চিমবঙ্গ অসম তামিলনাড়ু কেরলের মত রাজ্য যেখানে ইতিমধ্যেই ভোট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সেখানে ভ্যাক্সিনেশনের পর দেওয়া শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি থাকায় এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
Elections declared. PM photo still brazenly appearing on #COVID19 documents. Trinamool @AITCofficial taking this up strongly with Election Commission @ECISVEEP https://t.co/Mh3zwP59Wj
— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) March 2, 2021
এই বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গে সরব হয়েছে রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস মনে করছে এই ঘটনা রীতিমতো নির্বাচনের আদর্শ আচরণ বিধি লংঘন। প্রধানমন্ত্রীর ছবি দিয়ে শংসাপত্র বিলি আসলে এ রাজ্যে বিজেপির প্রচারে একটি হাতিয়ার হিসাবে কাজ করছে।
তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফ থেকে জানানো হয়েছে, বিষয়টি নির্বাচন কমিশনের নজরে নিয়ে আসবেন তারা।
মঙ্গলবার এই নিয়ে সরব হয়েছেন, তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। তিনি সোশ্যাল সাইট ট্যুইটারে এই দিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি লিখেছেন, ভোট ঘোষণা হয়ে গিয়েছে।
অথচ কভিড সংক্রান্ত বিভিন্ন দস্তাবেজে প্রধানমন্ত্রী জ্বলজ্বল করছেন। আমরা বিষয়টিকে নির্বাচন কমিশন নিয়ে যাব।
ব্রিগেড ছাড়াও পশ্চিমবঙ্গে ২০ টি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
উল্লেখ্য একুশের ভোট ঘোষণার দিন থেকেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আগেও অভিযোগ করেন , নির্বাচনী সূচি সুবিধা করে দেওয়ার কথা ভেবেই করা হয়েছে।
এখানেই থামেননি তিনি,কমিশনের নিরপেক্ষ ভূমিকা আর প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেছিলেন তৃণমূল সুপ্রিমো। এই অবস্থায়, কোভিড দস্তাবেজে প্রধানমন্ত্রীর ছবি রাজ্যের শাসক দল তৃণমূলের হাতে নয়া অস্ত্র তুলে দিয়ে গেল।
এখন দেখার, তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ পাওয়ার পর কী পদক্ষেপ নেয় কমিশন।