দিলীপ-রাজীবের হাত ধরে বিজেপিতে যোগ জিতেন্দ্র তিওয়ারীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৈদ্যবাটিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারী। একইসঙ্গে দীর্ঘদিন ধরে চলতে থাকা জল্পনায় ইতি টানলেন তিনি।
তাঁকে নিয়ে কম নাটক বাংলার রাজনৈতিক মহল দেখেনি। সে সময় শুভেন্দু অধিকারীর সঙ্গে একেবারে পা বাড়িয়েই ফেলেছিলেন বিজেপিতে যাবেন বলে। কিন্তু বাধ সাধেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। সেইসঙ্গে ফোঁস করে ওঠেন একসময় জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে গর্জে ওঠা বিজেপি কর্মীরাও।
অবশেষে সব বাধা অতিক্রম করে মঙ্গলবার হুগলির বৈদ্যবাটিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা রাজীব ব্যানার্জির উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন পশ্চিম বর্ধমানের দোর্দণ্ডপ্রতাপ নেতা জিতেন্দ্র তিওয়ারি।
ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে নির্বাচন। হয়তো আর দু-একদিনের মধ্যেই প্রথম দফার নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি। তার আগে জিতেন্দ্র তিওয়ারির বিজেপি যোগে কার্যত দুয়ে দুয়ে চার করতে চাইছে রাজ্যের রাজনৈতিক মহল।
এদিন বিজেপিতে যোগ দিয়ে বলেন, “মনের ভাবনা স্বাধীনভাবে বলার সুযোগ পাব। গত 2 বছর ধরে প্রকাশ্যে মনের ভাবনা প্রকাশ করার সুযোগ ছিল না। আমি যেটা ভাবব সেটাই বলতে পারার সুযোগ করে দেওয়ার জন্য বিজেপির প্রতি কৃতজ্ঞতা।” পাশাপাশি তিনি আশাপ্রকাশ করে বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলায় পরিবর্তন আসবে।”
তিনি আরো বলেন, “এতদিন মনে মনে জয় শ্রীরাম বলতাম সামনাসামনি বলতে পারতাম না এবার থেকে সেটাও বলতে পারব।”
এর আগে তৃণমূল নেত্রীর মনে ‘দুঃখ’ দেওয়ার জন্য ক্ষমা চেয়েছিলেন আসানসোলের দাপুটে নেতা জিতেন্দ্র তিওয়ারি । এরপর তৃণমূলে থাকার সিদ্ধান্ত নেন তিনি । তবে, আজ দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা তুলে নিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক।
আগেরবার জিতেন্দ্রর বিজেপি-তে যোগদানের সম্ভাবনা তৈরি হলেও বেঁকে বসেন বাবুল সুপ্রিয় । প্রবল আপত্তির কথা জানিয়ে সোশাল মিডিয়ায় আসানসোলের বিজেপি সাংসদ বলেছিলেন, “কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত । কিন্তু, আমি তাঁর বিজেপিতে যোগদান মেনে নিতে পারব না ।”
দিলীপ ঘোষ, এমনকি মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল, সায়ন্তন বসু, রূপা গঙ্গোপাধ্যায়ও বাবুলের পক্ষ নিয়েছিলেন সেই সময় । কিন্তু, এহেন বাবুলই আজ পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ককে দলে স্বাগত জানালেন । বললেন, “কেউ যদি নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের কাজ করতে চান, তাঁকে বিজেপি-তে স্বাগত ।”
সূত্রের খবর, তৃণমূলে থাকার কথা বললেও সেভাবে নিজের জায়গা ফিরে পাচ্ছিলেন না আসানসোলের প্রাক্তন মেয়র। দলের একাধিক কর্মসূচিতে তাঁকে ডাকা হয়নি বলে অভিযোগ । এই পরিস্থিতিতে ফের তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা তৈরি হয় । শেষ পর্যন্ত আজই পদ্ম শিবিরে শামিল হলেন জিতেন্দ্র তিওয়ারি ।
বাংলায় ভোট প্রচারে যোগী আদিত্যনাথ, হাথরসের ঘটনায় একযোগে আক্রমণ তৃণমূলের
জিতেন তিওয়ারির বিজেপি যোগের জল্পনা সামনে আসতেই গুঞ্জন ওঠে বাবুল সুপ্রিয়র কী প্রতিক্রিয়া হবে সেই নিয়ে। আদৌও তিনি মেনে নিতে পারবেন তো জিতেন তিওয়ারিকে ? সে প্রশ্ন ওঠে।
তবে বাবুল সুপ্রিয় জানান, পুরনো বৈরীতা ভুলে নতুন করে মানুষের স্বার্থে একযোগে কাজ করতে চান। এক্ষেত্রে দলের সিদ্ধান্তই শেষ কথা বলবে। সবথেকে বড় কথা জিতেন্দ্র তিওয়ারি নিজের চিঠি লিখে নিজের মনের কথা জানিয়েছেন। একই সঙ্গে বিগত দিনে তিনি যেভাবে বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করেছেন দলনেত্রীর নির্দেশে সে কথা অকপটে স্বীকার করেছেন বলে জানান বাবুল সুপ্রিয়।
আগামীকাল আসানসোলে বৈঠক রয়েছে জিতেন্দ্র তিওয়ারীর সঙ্গে বাবুল সুপ্রিয়র। এতদিনের পুরোনো সাপে নেউলে সম্পর্ক ভেঙে নতুন করে সু-সম্পর্ক তাদের তৈরী হয় কিনা সেটাই দেখার।