বিজেপিকে পরাস্ত করতে বিরোধী জোটের মুখ্যমন্ত্রী ঘোষণার আর্জি অখিল গগৈয়ের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অসমের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করার জন্য সকলকে একজোট হয়ে লড়তে হবে। বিরোধী পক্ষকে চিঠি দিলেন সমাজকর্মী অখিল গগৈ।

সংশোধিত নাগরিকত্ব আইনকে ঘিরে গত বছর উত্তপ্ত হয়ে ওঠে অসম। সেই ঘটনায় প্রায় এক বছর ধরে জেলবন্দি ছিলেন অখিল গগৈ।

চিঠিতে অখিল গগৈ জানিয়েছেন, অসমের বিধানসভা নির্বাচনে বিজেপি এবং শরিক দলগুলিকে পরাস্ত করতে বিরোধী পক্ষের সমস্ত দলগুলিকে একজোট হয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা। বিজেপির মতো ‘ফ্যাসিস্ট এবং সাম্প্রদায়িক’ দলকে পরাস্ত করাই মূল লক্ষ্য বলে দাবী করেন তিনি।

সমস্ত বিরোধী দলগুলির উদ্দেশ্যে অসমিয়াতে এই চিঠি লেখেন অখিল। ২ মার্চ রায়জোর দলের সভাপতির তরফে বিরোধী দলগুলিকে খোলা চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই অখিল গগৈয়ের নেতৃত্বে গঠিত হয়েছে রায়জোর দল। এই দলের পক্ষ থেকে সমস্ত বিরোধী দলগুলিকে চিঠি দিলেন অখিল গগৈ। চিঠিতে তিনি সাফ জানিয়েছেন, নিজেদের মধ্যে প্রতিযোগীতা থেকে দূরে থেকেই এখন বিজেপি জোটকে পরাস্ত করাই মূল লক্ষ্য।

ইতিমধ্যেই অসমের আরও একটি আঞ্চলিক দল অসম জাতীয় পরিষদের সঙ্গে জোটবদ্ধ হয়েছেন তাঁরা। গত বছর সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে অসম উত্তপ্ত হওয়ার পরেই অল অসম স্টুডেন্ট ইউনিয়ন এবং বেশ কিছু দল যুক্ত হয়ে গঠন করে অসম জাতীয় পরিষদ।

রায়জর দলের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল জেলের মধ্যে থেকেই নির্বাচনে অংশগ্রহণ করবেন অখিল গগৈ। এমনকি কংগ্রেসের তরফে জানানো হয় যে কেন্দ্রে অখিল গগৈ প্রার্থী হবেন সেই কেন্দ্র থেকে প্রার্থী তুলে নেবে কংগ্রেস।

মার্চ মাস থেকে শুরু হচ্ছে অসমের বিধানসভা নির্বাচন। তিন দফায় ১২৬ টি আসনে হবে নির্বাচন। ইতিমধ্যেই তিন দিনের প্রচারে উপস্থিত হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি।

আরও পড়ুনঃ ২১-র পরিবর্তনের ডাকে বিজেপিতে গুরুত্বপূর্ণ রাজীব, মত রাজনৈতিক মহলের

অন্যদিকে একজোটে অসমে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি, অসম গণ পরিষদ, ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল এবং গণসুরক্ষা দল। পাল্টা জোটে হাত মিলিয়েছে কংগ্রেস, অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এবং রয়েছে বাম সমর্থিত দলগুলি।

এনআরসি ইস্যু ছাড়াও চা বাগানের ভোট অসমে বিরাট ফ্যাক্টর। চলতি বছরে ভোটের কথা মাথায় রেখে বাজেটে বাংলা এবং অসমের চা বাগান গুলির জন্য আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। চা শ্রমিকদের মজুরি বাড়িয়েছেন অসমের সর্বানন্দ সনোয়াল সরকার।

পাল্টা অসমের চা বাগানের ভোটকে লক্ষ্য করে ৩৬৫ টাকা দৈনিক মজুরির প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল গান্ধী। ৩৫ টি আসনে রয়েছে চা শ্রমিকদের ভোট। অসমের রাজনৈতিক হাওয়া কোন দিকে বইতে পারে? তাকিয়ে রাজনৈতিক মহল।

 

সম্পর্কিত পোস্ট