নির্বাচনের আগে বামফ্রন্ট, কংগ্রেস এবং আইএসএফের যৌথ মিছিল
দ্য কোয়ারি ডেস্ক: জোট নিয়ে টালবাহানা, দর কষাকষির অধ্যায় পেরিয়ে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিতে চায় বাম, কংগ্রেস ও আইএসএফ। এই প্রথম রাজ্যে তারা যৌথ কর্মসুচি পালন করতে চলেছে।
প্রথমবার বামফ্রন্ট ও কংগ্রেসের সঙ্গে আইএসএফ রাস্তায় নেমে কেন্দ্র এবং রাজ্যের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবে । বামফ্রন্ট ও কংগ্রেস ইতিমধ্যেই যৌথ বেশকিছু আন্দোলন কর্মসূচি পালন করেছে ।
এবার 6 মার্চ ডিজেল-পেট্রল-কেরোসিন এবং রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার বিকেল সাড়ে তিনটের সময় মিছিল করবেন এই তিন রাজনৈতিক দলের প্রতিনিধিরা । তিন দলের সংযুক্ত মোর্চার আহ্বানে মহামিছিল হবে এন্টালি মার্কেট থেকে মহাজাতি সদন পর্যন্ত ।
পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে হু হু করে । 2014 সালে পেট্রলের দাম ছিল লিটার প্রতি 66 টাকা, ডিজেলের দাম ছিল 48 টাকা। এখন তা যথাক্রমে 100 টাকা এবং 90 টাকা ছাড়িয়ে গিয়েছে ।
রান্নার গ্যাসের দাম এই সময়কালে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে । এর ফলে বাজারে মাছ, মাংস, ভোজ্যতেল, ডিম, ডাল, মশলা-সহ প্রায় সব কিছুরই দাম সাংঘাতিক বেড়েছে ।
একদিকে অর্থনৈতিক মন্দা ও অতিমারী পরিস্থিতিতে মানুষের আয়-রোজগার কমেছে । মজুরি হ্রাস পেয়েছে । বেকারদের কাজের সুযোগ কমেছে । অন্যদিকে বাজারে মূল্যবৃদ্ধির কারণে মানুষ অসহনীয় পরিস্থিতির মধ্যে দিনযাপন করছেন ।
এরই প্রেক্ষিতে আগামী শনিবার রাজ্যের সমস্ত বিধানসভা কেন্দ্র এলাকায় বিকেন্দ্রীভূতভাবে এবং কলকাতায় কেন্দ্রীয়ভাবে বামফ্রন্ট কংগ্রেস এবং আইএসএফ-এর ডাকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ও কর্মসংস্থানের দাবিতে আন্দোলনে নামার আবেদন করা হচ্ছে বলে জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ।
বিধানসভা কেন্দ্র ভিত্তিক মিছিল সংঘটিত হবে এবং কলকাতায় ওই দিন বিকেল সাড়ে তিনটে এন্টালি বাজারের সামনে জমায়েত হয়ে একটি মিছিল হবে, যা মহাজাতি সদন পর্যন্ত যাবে ।