West Bengal Assembly Election: নজরে বর্ধমান, দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে টিকিট পাচ্ছেন না অনেকেই

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অপেক্ষা আর কিছুক্ষণের তারপরেই ২৯৪ টি কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস। এখন পর্যন্ত তৃণমূল সূত্রে জানা গেছে এবারে অনেকেই টিকিট পাচ্ছেন না। অনেকের স্থান পরিবর্তন হচ্ছেয আবার, অন্যান্যবারের তুলনায় এবারে তারকা প্রার্থী ও নতুন মুখের সম্ভাবনা উঠে আসছে বেশ কয়েকটি কেন্দ্রে।

বাঁকুড়া জেলার পর নজরে এবার বর্ধমান। বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি বর্ধমানের এবারে প্রার্থী তালিকা থেকে অনেকেই বাদ পড়তে চলেছেন বলে শোনা যাচ্ছে।

খণ্ডঘোষ বিধানসভা থেকে বিধায়ক নবীনচন্দ্র বাগ টিকিট পাবেন পুনরায় বলে জানা যাচ্ছে।

বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের বদলে তারকা প্রার্থী বা কোনো যুবনেতার কথা ভাবা হচ্ছে বলে তৃণমূল সূত্রের খবর।

রায়না বিধানসভা কেন্দ্রে নেপাল ঘড়ুই এর পরিবর্তে টিকিট পেতে পারেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা।

জামালপুরে ২০১৬ বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন বাম প্রার্থী সমর হাজরা। এই কেন্দ্রটি এবার নিজেদের দখলে রাখতে মরিয়া তৃণমূল। ভাবা হচ্ছে হেভিওয়েট কারোর নাম।

মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের সৈকত পাঁজা যোগ দিয়েছেন বিজেপিতে। এবার ওই কেন্দ্র থেকে তৃণমূলের নতুন প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী।

কালনার বিশ্বজিৎ কুণ্ডু যোগ দিয়েছেন বিজেপিতে। এবার সেখানে তৃণমূলের হয়ে দাঁড়াতে পারেন জেলা পরিষদের সহকারীর সভাধিপতি দেবু টুডু।

মেমারি বিধানসভা কেন্দ্রে নার্গিস বেগমের পরিবর্তে নাম উঠে আসছে তৃণমূলে সদ্য যোগ দেওয়া আইনুল হকের।

বর্ধমান উত্তরের নিশিথ কুমার মালিককে নিয়ে জল্পনা রয়েছে। নাম উঠে আসছে উজ্জ্বল প্রামাণিকের।

ভাতার বিধানসভা কেন্দ্রে সুভাষ মন্ডলের পরিবর্তে টিকিট পেতে পারেন বর্ষীয়ান নেতা বনমালী হাজরা।

শিবরাত্রির দিন নন্দীগ্রামের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেবেন মমতা

পূর্বস্থলী দক্ষিনে স্বপন দেবনাথ টিকিট পাবেন।

পূর্বস্থলী উত্তর আসনটি গতবার বামেদের দখলে ছিল। এবারে সেখানে তৃণমূলের প্রার্থী হতে পারেন প্রাক্তন বিধায়ক তপন চ্যাটার্জি।

কাটোয়া বিধানসভা কেন্দ্রের রবীন্দ্রনাথ চ্যাটার্জি এবার টিকিট পাচ্ছেন না বলে জানা যাচ্ছে তৃণমূল সূত্রের। সম্ভাব্য নাম উঠে আসছে তৃণমূলের যুব সভাপতি শুভেন্দু দাসের ওরফে সুমন।

কেতুগ্রাম বিধানসভা কেন্দ্রের শেখ সাহানাজ টিকিট পাবেন বলে আপাতত জানা যাচ্ছে তৃণমূল সূত্রে।

আউসগ্রামের অভেদানন্দ থান্ডারের পরিবর্তে জল্পনা রয়েছে নতুন মুখের।

গলসিতে টিকিট নাও পেতে পারেন অলক কুমার মাঝি।

মঙ্গলকোটের এবারে তৃণমূলের সম্ভাব্য নতুন মুখ অপূর্ব চৌধুরী। যিনি এখন মঙ্গলকোটের ব্লক সভাপতি। যিনি আবার অনুব্রত মন্ডলের ভাবশিষ্য।

সম্পর্কিত পোস্ট