Test post
ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের আগে, বিসিসিআই জানায় যে ভারতের পেস অধিনায়ক জসপ্রীত বুমরাহ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) ব্যক্তিগত কারণ দেখিয়ে আগামী টেস্ট থেকে রিলিজ নিয়েছেন। ১২ মার্চ থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে চলা একই প্রতিপক্ষের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজেও বুমরাহর নাম ঘোষণা করা হয়নি। এই ব্যক্তিগত কারণ আসলে কি তা প্রথমদিকে স্পষ্ট ছিল না। অবশেষে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে।