West Bengal Assembly Election: তৃণমূলের পুর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার কালীঘাটে তৃণমূলের কার্যালয় থেকে পুর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯৪ টি আসনের মধ্যে পাহাড়ের ৩ টি আসনে প্রার্থী দেবে শরিক দল গোর্খা জনমুক্তি মোর্চা।

২৯১ টি আসনে প্রার্থী দিল তৃণমূল। এর মধ্যে ৫০ জন হবেন মহিলা প্রার্থী। এসসি রয়েছেন ৭৯ জন, এসটি রয়েছেন ১৭ জন প্রার্থী।

বেশকিছু বর্ষীয়ান বিধায়কদের নাম বাদ পড়েছে। বাদ পড়েছেন ৮০ এর উর্দ্ধে সম্ভাব্য প্রার্থীরা। নতুন এবং পুরাতনের সংযোগে তৈরি হয়েছে তালিকা। রয়েছেন একাধিক তারকাও।

তবে নন্দীগ্রামে ভোটে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। রাসবিহারী কেন্দ্রে প্রার্থী হচ্ছেন দেবাশীস কুমার। বেলগাছিয়ায় প্রার্থী হচ্ছেন অতীন ঘোষ। জোড়াসাঁকো কেন্দ্রে প্রার্থী হচ্ছেন বিবেক গুপ্তা। সোনারপুর কেন্দ্রের প্রার্থী হচ্ছেন লাভলি মৈত্র।

উত্তরপাড়া কেন্দ্রে প্রার্থী হচ্ছেন কাঞ্চন মল্লিক। শিবপুর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন মনোজ তিওয়ারি। ঝাড়্গ্রাম কেন্দ্রে প্রার্থী হচ্ছেন বীরবাহা সোরেন। ব্যারাকপুরে প্রার্থী হচ্ছেন রাজ চক্রবর্তী। বারাসাতে প্রার্থী হচ্ছেন চিরঞ্জিত চক্রবর্তী। মন্তেশ্বরে প্রার্থী হচ্ছেন সিদ্দিকুল্লা চৌধুরী।

বেহালা পুর্বে প্রার্থী হচ্ছেন রত্না চট্টোপাধ্যায়। সিঙ্গুরে প্রার্থী ছচ্ছেন বেচারাম মান্না। কামারহাটি কেন্দ্রের প্রার্থী হচ্ছেন মদন মিত্র। ডোমজুড় কেন্দ্রে প্রার্থী হচ্ছেন কল্যাণ ঘোষ। ডেবরা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীর।

বাঁকুড়া কেন্দ্রে প্রার্থী হচ্ছেন সায়ন্তিকা মুখার্জী। আসানসোলে প্রার্থী হচ্ছেন সায়নী ঘোষ। মেদিনীপুর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন জুন মালিয়া।

রাজারহাট গোপালপুরে প্রার্থী হচ্ছেন অদিতি মুন্সী। হিঙ্গলগঞ্জ কেন্দ্রে প্রার্থী হচ্ছেন দেবেশ মন্ডল। পাথরপ্রতিমা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন সনৎ জানা।  আরামবাগে প্রার্থী হচ্ছেন সুজাতা মন্ডল খাঁ। আমতা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন সুকান্ত পাল। উলুবেড়িয়া পুর্ব কেন্দ্রে প্রার্থী হচ্ছেন বিদেশ বসু। যাদবপুর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন দেবব্রত মজুমদার।

বালি থেকে প্রার্থী হচ্ছেন রানা চট্টোপাধ্যায়। উলুবেড়িয়া উত্তরে প্রার্থী হচ্ছেন নির্মল মাঝি। জগৎবল্লভপুর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন সীতানাথ ঘোষ।

শ্রীরামপুর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন সুদীপ্ত রায়। চন্দননগর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন ইন্দ্রনীল সেন। বলাগর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন মনোরঞ্জন ব্যাপারী।

পান্ডুয়া কেন্দ্রে প্রার্থী হচ্ছেন রত্না দে নাগ। হরিপাল কেন্দ্রে প্রার্থী হচ্ছেন করবী মান্না। পাঁশকুড়া পশ্চিম কেন্দ্রে প্রার্থী হচ্ছেন ফিরোজা বিবি। চন্ডীপুর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন সোহম চক্রবর্তী। কাঁথি কেন্দ্রে প্রার্থী হচ্ছেন তরুণ কুমার জানা।

খেজুরি কেন্দ্রে প্রার্থী হচ্ছেন পার্থপ্রতিম দাস। রামনগর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন অখিল গিরি। তমলুক কেন্দ্রে প্রার্থী হচ্ছেন সৌমেন মহাপাত্র। সবংয়ে প্রার্থী হচ্ছেন মানস ভুঁইয়া। পিংলা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন অজিত মাইতি।

চন্দ্রকোনা কেন্দ্রে অরূপ ধারা ।কেশপুর কেন্দ্রে শিউলি শাহা। শালবনী কেন্দ্রে প্রার্থী হচ্ছেন শ্রীকান্ত মাহাতো।

বান্দোয়ান কেন্দ্রে প্রার্থী হচ্ছেন রাজীব লোচন। মানবাজার কেন্দ্রে প্রার্থী হচ্ছেন সন্ধারানী টুডু।

পুরুলিয়া কেন্দ্রে প্রার্থী হচ্ছেন সুজয় বন্দ্যোপাধ্যায়।

সম্পর্কিত পোস্ট