মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উপলব্ধিকে স্বাগত জানিয়েছেন দীপঙ্কর ভট্টাচার্য
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার বিধানসভা নির্বাচনে ২৯৪ টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এদিন কালিঘাটে তৃণমূল কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে বাম-কংগ্রেসে এবং আইএসএফের জোটকে কটাক্ষ করে তিনি বলেন, বিজেপিকে জায়গা করে দিচ্ছেন তাঁরা।
একইসঙ্গে ‘সংযুক্ত মোর্চা’-র শরীক দল না হওয়ার জন্য সিপিআই(এমএল) এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যকে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উপলব্ধিকে স্বাগত জানিয়েছেন দীপঙ্কর ভট্টাচার্য।
দ্য কোয়ারিকে সিপিআই(এমএল) এর সাধারণ সম্পাদক জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উপলব্ধিকে স্বাগত।
আরও পড়ুনঃ West Bengal Assembly Election: ‘সংযুক্ত মোর্চা’র দুই দফার নির্বাচন তালিকা প্রকাশ
এর পাশাপাশি তিনি আরও বলেন, সিপিআই(এমএল) শুরু থেকেই স্পষ্ট করেছে রাজ্যের বিধানসভা নির্বাচনে ১২ টি আসনে লড়াই করবেন তাঁরা। এছাড়াও বিশেষ কয়েকটি আসনে অন্যান্য বাম দলকে সমর্থন জানাবেন তাঁরা। কারণ বিজেপিকে পরাস্ত করাই তাঁদের আসল লক্ষ্য। তবে নির্বাচনে জনগণ যাকে উপযুক্ত মনে করবেন তাঁকেই নির্বাচিত করবেন।
তিনি আরও বলেন, দেশে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো একেবারে ভেঙে পড়েছে। বিরোধীদের শেষ করার প্রচেষ্টা করা হচ্ছে। এমত অবস্থায় যেসমস্ত রাজ্যে বিজেপি বিরোধী সরকার রয়েছে তাঁদের মধ্যে একটি হল পশ্চিমবঙ্গ। কোনমতেই তা বিজেপির হাতে যেতে দেওয়া যাবে না।
উল্লেখ্য, শুক্রবার তৃণমূলের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে তৃণমূল। এদিনেই ‘সংযুক্ত মোর্চা’-র অংশ হিসাবে বামেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।