বাংলায় সরকার গঠন করবে ‘সংযুক্ত মোর্চা’, আশাবাদী মহম্মদ সেলিম

শুভজিৎ চক্রবর্তী

হাইভোল্টেজ শুক্রবারে প্রার্থী তালিকা ঘোষণা করল ‘সংযুক্ত মোর্চা’। ব্রিগেড সহ রাজ্য রাজনীতির একাধিক বিষয় নিয়ে সিপিআইএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমের একান্ত আলাপচারিতায় বসেছিলাম আমরা। উঠে এল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য।

ব্রিগেডের বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখে বামফ্রন্টের চেয়ারাম্যান বিমান বসু বলেছিলেন, এরকম ব্রিগেড এর আগে কখনও হয়নি। কিন্তু ব্রিগেডে মানুষের সংখ্যা এবং ভোটে মানুষের সংখ্যা কি মিলবে?

এপ্রসঙ্গে তিনি বলেন, এবারে ব্রিগেডের ময়দানে নতুন মুখের দেখা মিলেছে। এর আগে বলা হত ক্ষমতায় রয়েছে তাই এত বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছে। কিন্তু গত ১০ বছরেও মানুষের সমাগম হয়েছে। এই ব্রিগেডে প্রলোভন ছিল না। অনেক মানুষ সংগঠিত এবং অসংগঠিতভাবে খাদ্যদ্রব্য এবং পানীয় নিয়ে হাজির হয়েছেন।

তবে ব্রিগেডের সভাকে বিরোধীরা কটাক্ষ করলেও সিপিআইএম নেতার সাফ বার্তা, ব্রিগেডের ময়দানে সব কর্মী সমর্থকরা আসেনি। আর বামেদের ব্রিগেড ভরাতে হোটেল বুক করতে হয়না, চাটার্ড ফ্লাইটে করে লোক আনতে হয় না। বক্তা বা শ্রোতা কোনটাই বাইরে থেকে আনতে হয় না।

আরও পড়ুনঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উপলব্ধিকে স্বাগত জানিয়েছেন দীপঙ্কর ভট্টাচার্য

তিনি আরও বলেন, এর আগে একাধিক ইস্যুতে রাস্তায় যুবসমাজ নেমেছিল আন্দোলনে। সেটা ছিল একপ্রকার ছক ভাঙা আন্দোলন। ব্রিগেডেও সেই ছক ভাঙা আন্দোলনের প্রভাব দেখা গিয়েছে।

অতিমারির সময় রাজ্যের একাধিক জায়গায় বাম সমর্থকদের উদ্যোগে গড়ে ওঠে শ্রমজীবী ক্যান্টিন। একাধিক জায়গায় গড়ে ওঠে সবজি বাজার। আবার ভোটের মুখে কলকাতার সমস্ত ওয়ার্ডে ৫ টাকার বিনিময়ে ‘মা’ প্রকল্প চালু করেছে শাসক দল। তাঁকে কটাক্ষ করে বর্ষীয়ান বাম নেতার মন্তব্য, আমরা ঠিক করেছিলাম অতিমারির ক্যালেন্ডার দেখে। আর ‘মা’ প্রকল্প চালু হয়েছে ভোটের ক্যালেন্ডার দেখে।

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে শাসক দলের দিকে তোপ দেগে বলেন, স্বাস্থ্য সাথী এবং আয়ুষ্মান প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের তথ্য সংগ্রহ করছে সরকার। চিটফান্ডের যেমন টাকা ফেরত মানুষ পায়নি, একইভাবে চিকিৎসার জন্যেও মানুষ টাকা পায়নি।

এর আগে চিটফান্ড মামলায় দ্রুত তদন্তের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন বাম নেতা মহম্মদ সেলিম। কিন্তু চিটফান্ড মামলায় অভিযুক্ত প্রথম সারীর বেশ কিছু তৃণমূল নেতা আজ বিজেপিতে। এবিষয়ে তিনি বলেন, চিটফান্ড নিয়ে একাধিকবার সরব হয়েছেন। কিন্তু আজ দেখা যাচ্ছে “যাহাই ৫৬, তাহাই নবান্ন”।

তিনি আরও বলেন, মুকুল রায় বলেছিলেন মামহানি মামলা করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হওয়ার পর তাঁর বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছিল। কিন্তু বঞ্চিত মানুষকে লুঠ করার অভিযোগ তিনি তুলবেনই।

ব্রিগেডের ময়দানে নতুন মুখের উপস্থিতি সেমন ছিল। বামেদের প্রার্থী তালিকাতেও নতুন মুখের চমক রয়েছে বলে স্পষ্ট করেছেন মহম্মদ সেলিম।

শেষ তিনি বলেন, এরাজ্যে তৃণমূলের সরকার থাকবে না। যারা মনে করেছিল বিজেপি তৃণমূলের বিকল্প, তাঁরাই এখন দেখছেন তৃণমূলের নেতারাই বিজেপিতে যোগদান করছেন। চৈত্র এবং বৈশাখের উত্তাপে বিজেপিও বাংলায় বাষ্প হয়ে যাবে। বাংলায় ‘সংযুক্ত মোর্চা’ সরকার গঠন করবে। এমনটাই আশাবাদী তিনি।

সম্পর্কিত পোস্ট