West Bengal Assembly Election:তৃণমূলের খেলা শেষ, উন্নয়নের কাজ শুরুঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হওয়ার পর এই প্রথমবার বাংলায় প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুরুতেই একেবারে সরাসরি তৃণমূল সহ বিরোধী দলগুলিকে নিশানায় রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, “কিছুদিন আগে স্কুটি সামলাচ্ছিলেন দিদি। সবাই ভয় পাচ্ছিলেন, আপনি পড়ে গিয়ে আঘাত না পান। ভাগ্যিস পড়ে যাননি। নইলে যে রাজ্যে স্কুটি তৈরি হয়েছে, সেই রাজ্যকেই শত্রু বানিয়ে ফেলতেন। তাই ভালো হয়েছে পড়ে যাননি”।

তবে ভবানীপুর থেকে নন্দীগ্রামে আসন স্থির করায় মমতাকে কটাক্ষ করে তিনি বলেন, ভবানীপুরে যেতে যেতে নন্দীগ্রামের দিকে আপনার স্কুটি ঘুরে গেল কি ক্রে? আপনার এখন স্কুটি নন্দীগ্রামে গিয়ে পড়েছে।

তিনি আরও বলেন, “১০ বছর মানুষ জবাব চাইবেন। দিদি আপনাকে সকলে বেছে নিয়েছিল। আপনি শুধুমাত্র ভাইপোর পিসি হয়েই সীমাবদ্ধ হয়ে রয়েছেন।

এর আগে একাধিকবার একাধিক শব্দে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জবাবে প্রধানমন্ত্রী বলেন, কখনও আমাকে রাবণ, কখনও গুন্ডা, কখনও দৈত্য বলা হচ্ছে।

আপনার ছড়ানো পাঁকেই আজ পদ্ম ফুঁটছে। দিদিকে অনেকদিন ধরে চিনি। দিদি আগে এরকম ছিলেন না। দিদির রিমোট আজও অন্যহাতে চলে গিয়েছে।

একসিওঙ্গে বামেদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, আগে বামেরা বলত কংগ্রেসের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। এখন আমি বামেদের জিজ্ঞেস করতে চাই। তাহলে কি কংগ্রেসের কালো হাত সাদা হয়ে গেছে? যে হাত আপনারা ভাঙার কথা ছিল, সেই হাতের আশীর্বাদ এখন আপনাদের নিতে হচ্ছে।

আরও পড়ুনঃ West Bengal Assembly Election: মোদির ব্রিগেডে বিজেপিতে ‘মহাগুরু’

২১ এর নির্বাচনকে সমানে রেখে এদিন একাধিক প্রতিশ্রুতি সামনে রাখেন প্রধানমন্ত্রী। আসল পরিবর্তনের অর্থ বিশ্লেষণ করে প্রধানমন্ত্রী বলেন, এমন পরিবর্তন চাই, যে বাংলায় শিক্ষা, রোজগার প্রয়োজন।

মানুষ যাতে না অন্য রাজ্যে না যেতে হয় সেই বাংলা চাই। যেখানে সমস্ত বর্গের মানুষ সমান অধিকার পেতে পারে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘খেলা হবে’ শ্লোগানের পাল্টা বলেন, আমি জানি এরা অভিজ্ঞ খেলোয়াড়। খুব খেলেছে। খেলে খেলে বাংলার গরিবদের লুটেছে। কিছু ছাড়েনি। এমনকি আমফানের টাকা লুটেছে। তোলাবাজি, সিন্ডিকেট এত খেলা খেলেছে যে দুর্নীতির অলিম্পিক আয়োজন করা যেত।

এদিন বাংলার মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা, ভয় পাবেন না। নির্ভয়ে বিজেপিকে ভোট দেবেন। বাংলার জয় ভারতের জয়। তৃণমূলের খেলা শেষ, উন্নয়নের কাজ শুরু।

 

সম্পর্কিত পোস্ট