নারী দিবসে কলকাতার রাজপথে ফের মমতা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আজ, অর্থাৎ মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছর এই দিন পথে নামে তৃণমূলের মহিলা শাখা। নারীদের অধিকার সুরক্ষিত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাঁটেন শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, কৃষ্ণা চক্রবর্তী, অনন্যা ব্যানার্জিরা। এবারও নামবেন তাঁরা। তবে একটু ব্যতিক্রম থাকছে এবার।
এবার এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে পেট্রোপণ্য ও রান্না গ্যাসের দাম বাড়ার কারণে গৃহস্থের দুর্দশার বিষয়টি। এদিন এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কলকাতার রাজপথে নামবেন তৃণমূল সুপ্রিম তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তার পথে নামার পেছনে আরও একটা উদ্দেশ্য রয়েছে।
ভোট মরসুমে এই উদ্দেশ্যের কথা জানিয়েছেন তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এ দিনের মিছিলে স্পষ্ট হয়ে যাবে বাংলার মা-বোনেদের সমর্থন কার দিকে আছে। ভুলে গেলে চলবে না ‘বাংলা নিজের মেয়েকেই চায়।’
প্রথমে স্থির হয়েছিল ভবানীপুর থেকে যাদবপুর পর্যন্ত হাঁটবেন মমতা। ভোটের আগে এই পথে অন্তত একবার মহামিছিল করেই থাকেন নেত্রী। কিন্তু সেই মিছিলের জন্য ৮ মার্চ দিনটি ধার্য করা হচ্ছে না দলের তরফে। বরং আন্তর্জাতিক নারী দিবসে কলেজ স্কোয়্যার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হাঁটবেন মুখ্যমন্ত্রী।
রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সামনে ভোট। সেই কথা মাথায় রেখেই এবার নারী দিবসে পথে নামছেন তিনি। সুরক্ষিত করতে চাইছেন মহিলা ভোটবাক্স।
বিজেপি নেতা–মন্ত্রীরা বারবার রাজ্যে এসে প্রচারে বাংলার নারী নিরাপত্তাকে হাতিয়াড় করেছেন। এমনকী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গাজোলে দাঁড়িয়ে দাবি করেছেন, বাংলায় মেয়েরা সুরক্ষিত নয়।
সেদিনই তৃণমূল নেত্রী সায়নী, নুসরতরা কড়া ভাষায় যোগীকে জবাব দিয়েছেন। তুলে ধরেছেন উত্তরপ্রদেশে নারী নির্যাতনের পরিসংখ্যান। এবার জবাব দেবেন খোদ দলনেত্রী। বিশেষজ্ঞরা মনে করছেন, এজন্য নারী দিবসকে বেছে নিয়েছেন তিনি।
এদিকে, রবিবার শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিরাট পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই মিছিলের অগ্রভাগে ছিলেন মমতা। হাতে এলপিজি সিলিন্ডারের প্রতিকৃতি নিয়ে পা মেলান তিনি। সঙ্গে ছিলেন মিমি-নুসরত-কাকলি-চন্দ্রিমা সহ দলের মহিলা নেত্রীরা। পিছনে অগুনতি মানুষ।