পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ইস্যুতে উত্তাল সংসদ, দীর্ঘ সময় মুলতুবী রাজ্যসভা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার থেকে সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। কিন্তু শুরুতেই একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে এমন কাণ্ড তৈরি হয় সকাল ১০ টা অবধি মুলতুবী থাকে রাজ্যসভার অধিবেশন।

এদিন সভার শুরুতেই পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে সংসদের ভিতরে শ্লোগান দিতে শুরু করেন কংগ্রেসের সাংসদরা। যদিও ভট প্রচারের ক্ষেত্রে চলতি অধিবেশনে সাময়িক বিরতি চেয়ে চিঠি পাঠিয়েছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় চিঠি দেন। এই অধিবেশন আপাতত মুলতুবী ঘোষণার আবেদন জানান তাঁরা। সেই আবেদন খারিজ করা হয়।

গত কয়েকমাসে পেট্রোপণ্যের লাগামছাড়া মুল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি। কখনও সাইকেল, কখনও গরুর গাড়িতে চড়ে আবার কখনও ইলেকট্রিক স্কুটারে, এমনকি পায়ে হেঁটে প্রতিবাদে নামেন রাজনৈতিক দলের নেতৃত্বরা।

আরও পড়ুনঃ বেনজির ! বিজেপির পথে সরলা মুর্মু, হবিবপুরে প্রার্থী বদল তৃণমূলের

অধিবেশনের শুরুতেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সরব হন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকাজুন খাড়গে। একইসঙ্গে এদিন তারই প্রতিবাদে সংসদের ভিতর ফের সরব হলেন কংগ্রেসের সাংসদরা। সংসদে এবিষয়ে আলোচনার জন্য দাবী তোলেন বিরোধী দলনেতা।

ঘটনার নিয়ন্ত্রণ আনতে গিয়ে রাজ্যসভার চেয়রাম্যান ভেঙ্কাইয়া নাইডু বলেন, আমি প্রথম দিনেই কোনও কঠোর সিদ্ধান্ত নিতে চাইছি না। একইসঙ্গে বিরোধী পক্ষের এই দাবী খারিজ করেন তিনি। এরপরেই সংসদের ভিতরেই বিরোধী পক্ষের পক্ষ থেকে চলে শ্লোগান।

শ্লোগান চলতে থাকায় প্রথমে বেলা ১১ টা এবং পরে দুপুর ১ টা অবধি সংসদের অধিবেশন মুলতুবী রাখগার নির্দেশ দেন রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু।

পাঁচ রাজ্যের নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার পর সোমবার থেকে শুরু হয়েছে অধিবেশন। সংসদের অধিবেশন থেকে বিরতি চেয়ে চিঠি দেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়। ৮ তারিখে ডেরেক ও ব্রায়েনের পাঠানো সেই চিঠি বাতিল করা হয়।

সম্পর্কিত পোস্ট